কেপটাউন: ভারত বনাম পাকিস্তান এই ম্যাচের উন্মাদনা সর্বকালীন এবং সব জায়গায় এই প্রতি আকর্ষণ অনিবার্য৷ কিন্তু ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই জটিল জায়গায় দাঁড়িয়ে যে শুধুমাত্র আইসিসি প্ল্যাটফর্মেই ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা হয়। এই দুই কোনও দল দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের বিরুদ্ধে খেলে না। এবারের আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।
এই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের একটি ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়ে উঠেছে৷ এই ভিডিওতে দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ককেই ম্যাচের উত্তেজনা ভুলে চরম মজা করতে দেখা যাচ্ছে।
It’s match day! 😍 Clear your calendar, cause it’s the big one! 💪 The #WomenInBlue begin their mission tonight to create h̵i̵s̵ #HerStory! Tune-in to #INDvPAK at the #T20WorldCup Tonight | 6:00 PM | Star Sports & Disney+Hotstar#BlueKnowsNoGender pic.twitter.com/m7xF2rKNIo
— Star Sports (@StarSportsIndia) February 12, 2023
যখনই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়, ভক্তরা আবেগ আপ্লুত হয়ে পড়েন{ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমনই কিছু ঘটতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। রবিবার বিশ্বকাপের এই ম্যাচটিকে বলা হচ্ছে সুপার সানডে ম্যাচ। এই ম্যাচ দিয়েই এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত ও পাকিস্তান দল। ১০টি দলের এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান দলকে বি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দল রয়েছে।
আরও পড়ুন - Rohit Sharma Slang Language: মাঠের মধ্যেই রোহিতের এ কী হাল, গালগাল দিয়ে ভাইরাল হিটম্যান
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের ভিডিও সামনে এসেছে। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের অফিসিয়াল ট্যুইটার পেজে এই ভিডিও এসেছে৷ এই ভিডিওতে হরমনপ্রীত কউর এবং বিসমাহ মাহরুফ দুজনকেই ভাঙড়ার কিছু সিগনেচার স্টেপ করতে দেখা যাচ্ছে। এই ম্যাচ নিয়ে বেশই উত্তেজিত দু দলের অধিনায়কই৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখনই যেখানে খেলা হোক এর আকর্ষণ একইরকম অপ্রতিরোধ্য থাকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।