জোহনেসবার্গ: ICC Women’s T20 World Cup 2023: দক্ষিণ আফ্রিকায় আজ থেকে শুরু মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ৷ প্রথম ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি শ্রীলঙ্কা৷ খেলা হবে কেপটাউনে৷ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের এটা অষ্টম সংস্করণ৷ ১৭ দিন ধরে চলা এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে ১০ দল৷ মোট ম্যাচের সংখ্যা ২৩৷ অস্ট্রেলিয়া এবার নামবে খেতাব রক্ষার লড়াইতে৷ ২০২০ সালে তারা নিজেদের মাঠে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল৷
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিজেদের নামে টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব করার জন্য মরিয়া চেষ্টা করবে৷ দিন কয়েক আগেই প্রথমবার আয়োজিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অনুর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ এবারের টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপের আরও এক বিশেষত্ব রয়েছে এবারে ফিল্ড আম্পায়র থেকে ম্যাচ অফিসিয়াল সবটাই মহিলা দ্বারা পরিচালিত হতে চলেছে৷ এবারের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ খেলা এমনকি দুটি সেমিফাইনাল ও ফাইনাল কেপটাউনের ন্যুল্যান্ডসে খেলা হবে৷ এছাড়াও কিছু খেলা হবে বোল্যান্ড পার্ক ও পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে হবে৷
হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ ফেব্রুয়ারি৷ প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে কেপাটাউনে৷ এছাড়া ১৫ ফেব্রুয়ারি এই মাঠেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দ্বিতীয় ম্যাচ৷ এছাড়া ১৮ ও ২০ তারিখ যথাক্রমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত গ্রুপ পর্বের আরও দুটি ম্যাচ খেলবে৷ এই দুটি ম্যাচ পোর্ট এলিজাবেথে হবে৷
আরও পড়ুন - Weather Update: জেলায়, জেলায় বৃষ্টির অশনি সংকেত, তাপমাত্রা হঠাৎ করে বাড়ছে,কমছে, রইল ওয়েদার আপডেট
মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে মোট ১০ দল অংশ নেবে৷ গ্রুপ-এ পর্বের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড , শ্রীলঙ্কা , দক্ষিণ আফ্রিকা, ও বাংলাদেশ রয়েছে৷ গ্রুপ বি-তে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ এবং আয়ারল্যান্ড দল রয়েছে৷ প্রতিটা দল নিজেদের গ্রুপে বাকি চারটি দলের সঙ্গে খেলবে৷ প্রতি গ্রুপ থেকে দুটি টপ দল ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল খেলবে৷ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ২৬ ফেব্রুয়ারি হবে৷ খেতাবের লড়াইয়ের জন্য ফাইনালে এক দিন রিজার্ভ রাখা হয়েছে৷
আয়োজক দক্ষিণ আফ্রিকা মহিলা বিশ্বকাপে আয়োজক টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে সরাসরি৷ বাকি দলগুলি ২০২১-র ৩০ নভেম্বর আইসিসি ক্রমতালিকায় স্থানের ভিত্তিতে হয়েছে৷ বাংলাদেশ ও আয়ারল্যান্ড কোয়ালিফায়ার খেলে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Icc women t20 world cup 2023, IND vs PAK, T20 World Cup