হোম /খবর /খেলা /
অজিদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ভরাডুবি, পাকিস্তান ম্যাচের আগে চিন্তায় মহিলা দল

অজিদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং ভরাডুবি, পাকিস্তান ম্যাচের আগে চিন্তায় মহিলা টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হার

টি-২০ বিশ্বকাপের শুরুর আগেও জোর ধাক্কা খেল ভারতীয় মহিলা দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও লজ্জার হারের সম্মুখীন হতে হল স্মতি মন্ধনা, জেমিনা রড্রিগেজ, শেফালা ভার্মাদের। লো স্কোরিং ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের ফলে ৪৪ রানের ব্যবধানে হারতে হল ভারতকে।

আরও পড়ুন...
  • Share this:

কেপ টাউন: পুরো প্রতিযোগিতায় কোনও ম্যাচ না হারলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ফাইনালে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল মহিলা টিম ইন্ডিয়াকে। আর এবার টি-২০ বিশ্বকাপের শুরুর আগেও জোর ধাক্কা খেল ভারতীয় মহিলা দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও লজ্জার হারের সম্মুখীন হতে হল স্মতি মন্ধনা, জেমিনা রড্রিগেজ, শেফালা ভার্মাদের। লো স্কোরিং ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের ফলে ৪৪ রানের ব্যবধানে হারতে হল ভারতকে।

ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে খেলেননি হরমনপ্রীত কউর। শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনেও ধস নামে। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্যাগি গ্রিনরা। একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭৯ রানে ৮ উইকেট। সেখান থেকে আর কোনও উইকেট না হারিয়ে নবম উইকেটে দুরন্ত ব্যাটিং করেন জিওর্জিয়া ওয়ারহ্যাম ও জেস জোনাসেন। দুজন মিলে জুটিতে ৫০ রান যোগ করেন। তাদের ব্যাটে ভর করেই ১২৯ রানের সম্মানজনক স্কোরে পৌছায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন শিখা পাণ্ডে, পুজা ভাস্ত্রাকর ও রাধা যাদব।

১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতীয় মহিলা দলের ব্যাটিং লাইন। মাত্র ৩ জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেন। দীপ্তি শর্মা ১৯, হারলিন ১২ এবং অঞ্জলি ১১ রান করেন। বাকি কোনও ব্যাটারই অস্ট্রেলিয়ার বোলিং শক্তির সামনে দাঁড়াতে পারেননি। ১৬ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ারল হয়ে সর্বোচ্চল ৪টি উইকেট নেন ডার্সি ব্রাউন।

আরও পড়ুনঃ বিশ্বজয়ের পর সৌরভের সঙ্গে প্রথম সাক্ষাৎ, মজার কাণ্ড ঘটালেন তিতাস সাধু

বুধবার বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে ভারতীয় দল। ১২ তারিখ থেকে টি-২০ বিশ্বকাপ যাত্রা শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ছন্দে ফেরাই লক্ষ্য মহিলা টিম ইন্ডিয়ার। বিশেষ করে পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ব্যাটিং লাইনের অফ ফর্ম চিন্তায় রেখেছে টিম ম্যানেমেন্টকে।

Published by:Sudip Paul
First published:

Tags: Cricket, Icc women t20 world cup 2023, India vs Australia