#পোচেফেস্ট্রুম: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা ৷ আগামিকাল, মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ বিশ্বকাপের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়া মানেই ম্যাচ নিয়ে সবার মধ্যে আলাদা উত্তেজনা থাকে ৷
ম্যাচের আগে পাক অনূর্ধ্ব ১৯ দলের ওপেনার মহম্মদ হুরেইরা স্বীকার করে নিয়েছেন যে, ভারত-পাক ম্যাচ মানেই কঠিন ম্যাচ ৷ তবে সেমিফাইনাল আর একটা ম্যাচের মতো ধরে নিয়েই খেলবেন তারা। আফগানিস্তানকে গত ম্যাচে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান ৷
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত পাকিস্তানকে শেষবার হারিয়েছিল ২০০৬-এ কলম্বোতে। ওই বছর টুর্নামেন্টে জিতেছিল তারা। ২০০৪-এর পর দ্বিতীয়বার ট্রফি জিতেছিল পাকিস্তান। অন্যদিকে, গত বারের চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল। চারবার ট্রফি জিতেছে ভারত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC U19 World Cup, India Pakistan