#কলকাতা: কলকাতায় প্রথমবার আইসিসির বোর্ড মিটিং। এপ্রিলেই শহরে হতে চলেছে ক্রিকেটের নিয়ামক সংস্থার ত্রৈমাসিক বৈঠক। অতীতে আইসিসির অ্যাম্বুশ মার্কেটিং নিয়ে বৈঠক হয়েছে প্রয়াত প্রেসিডেন্ট ডালমিয়ার শহরে। এবার বৈঠক হতে পারে ২৫ ও ২৬ এপ্রিল।
এই সভাতেই আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে সিলমোহর পড়ার সম্ভাবনা। ২০১৯ থেকে ২০২৩-এর এফটিপি ( ফিউচার ট্যুরস প্রোগ্রাম ) চূড়ান্ত হবে। নৈশালোকে টেস্টের ভবিষ্যত এবং চার দিনের টেস্ট নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা।
অন্যদিকে বোর্ডের সদর দফতর কলকাতায় আনতে তৎপর সিএবি। দিনকয়েক আগেই মুম্বই থেকে বেঙ্গালুরুতে সদর দফতর সরানো নিয়ে আলোচনা হয়। তবে সিএবি’র দাবি, আইসিসির খাতায় বোর্ডের ঠিকানা এখনও ইডেন। প্রয়াত ডালমিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতেই মরিয়া সিএবি।