#দুবাই: প্রতিবাদের রাস্তায় গিয়ে আবার নিজেদের মুখ পোড়াল পাকিস্তান ক্রিকেট বোর্ড। রামিজ রাজা আগেই জানিয়েছিলেন ভারত যদি এমন সময়সীমা বাড়াতে চায়, তার প্রতিবাদ করবে পিসিবি। কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে দিল আইসিসি। দীর্ঘ হচ্ছে আইপিএলের আসর। এমনিতেই কোটিপতি লিগ চলত দু’মাস ধরে। আগামী দিনে তা হতে চলেছে আড়াই মাসের।
সেই সময় কোনও আন্তর্জাতিক ম্যাচ হবে না। ২০২৪ সালে নির্ধারিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ‘ফিউচারস ট্যুরস অ্যান্ড প্রোগ্রাম’ (এফটিপি) সভায় তাতে শিলমোহর পড়তে পারে। আইপিএলের মেয়াদ বৃদ্ধির আবেদন সংক্রান্ত প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে।
বার্মিংহামে ২৫-২৬ জুলাই আইসিসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই ফাইনাল ড্রাফট জমা দেওয়া হবে। জানা গিয়েছে, মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আইপিএল। গত মাসেই বিসিসিআই সচিব জয় শাহ এমন ইঙ্গিত দিয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল যে, বিসিসিআইয়ের প্রস্তাব মেনে নিতে চলেছে আইসিসি।
IPL is all set to have its dedicated two and half month exclusive window from next next FTP calendar of the ICC starting 2024, with No international cricket scheduled in that phase. (According to ESPNcricinfo)
— CricketMAN2 (@ImTanujSingh) July 16, 2022
এমনিতেই গত কয়েক বছর ধরে আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধই থাকে। তবে সরকারিভাবে তা বন্ধ থাকলে সেরা ক্রিকেটারদের পাওয়ার পথ আরও মসৃণ হয়ে যাবে। একসময় আট দলের আইপিএলে মোট ৬০টি ম্যাচ হত। এবারের টুর্নামেন্ট হয়েছে দশ দলের। মোট ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪।
আগামী কয়েক বছরের মধ্যে তা আরও বাড়বে। ২০২৫ ও ২০২৬ সালে ম্যাচের সংখ্যা দাঁড়বে ৮৪। আর ২০২৭ সালে হবে ৯৪টি ম্যাচ। এই বাড়তি ম্যাচের জন্যই দীর্ঘ হচ্ছে আইপিএলের মেয়াদ। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ড্রাফটের বিরোধিতা করবে বলে আগেই জানিয়ে দিয়েছে। তবে তারা অন্য কোনও দেশের সমর্থন পাবে বলে মনে হয় না। আইপিএল শুধু ভারতের নয়, বিশ্ব ক্রিকেটের অর্থনীতিকে নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে এতেই পরিষ্কার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।