CWC 2019: ভারত-পাক ম্যাচের উন্মাদনা বাড়াতে ‘কুরুচিকর’ বিজ্ঞাপনের প্রয়োজন নেই: সানিয়া

Photo Courtesy: Sania Mirza/Twitter

  • Share this:

    #হায়দরাবাদ: রবিবার ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ৷ এই ম্যাচ নিয়ে স্বভাবতই দু’দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে ৷ যা নিয়ে তৈরি হয়েছে বিজ্ঞাপনও ৷ ভারত-পাক ম্যাচের উত্তাপ বাড়াতেই এই বিজ্ঞাপনগুলি তৈরি হয়েছে ৷ যদিও এই ধরণের বিজ্ঞাপন তৈরির আদৌ কোনও প্রয়োজন রয়েছে কী না, এই নিয়ে প্রশ্ন তুললেন সানিয়া মির্জা ৷ হায়দরাবাদি টেনিস সুন্দরীর মতে, ‘‘ভারত-পাক ম্যাচের উত্তাপ বাড়াতে এই ধরণের ‘কুরুচিকর’ বিজ্ঞাপনের কোনও প্রয়োজন নেই ৷ অথচ সীমান্তের দু’প্রান্তেই তা শুরু হয়েছে ৷’’

    এখানেই থেমে না থেকে সানিয়ার বক্তব্য, ‘‘ভারত-পাক ম্যাচ আরও একটা ক্রিকেট ম্যাচই। কেউ যদি মনে করে, এই ম্যাচটি ক্রিকেটের চেয়েও বেশি কিছু, তাদের নিজেদের জীবনকে তাহলে নতুন ভাবে দেখা উচিৎ।’’

    বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ৫০ ওভার বা টি২০ কোনও ফর্ম্যাটেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান ৷ এর জন্য তৈরি হওয়া ‘মওকা মওকা’ বিজ্ঞাপন নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপনে ভারতকে বাবা, পাকিস্তানকে ছেলে দেখানো হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের টিভি চ্যানেলেও বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মতো একজনকে সাজিয়ে বলা হচ্ছে ‘‘ আমি দুঃখিত, আমি কিছু বলতে পারব না ৷ ’’

    First published: