World Cup 2019: গতবারের রানার্স এ বারও কি চোকার্স? প্রসঙ্গ, নিউজিল্যান্ড...

নিউজিল্যান্ড

ICC Cricket World Cup 2019: ২০১৯ সালে কি ভাগ্য বদলাবে? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তর খোঁজাটা এখনই বুদ্ধিমানের হবে না৷ নিউজিল্যান্ড দলের মূল সমস্যা হল, ওপেনিং জুটি৷ ম্যাককালামের পরিবর্ত এখনও খুঁজে পায়নি কিউয়ি বাহিনী৷

 • Share this:

  #লন্ডন:বছর চার আগে নিউজিল্যান্ড বিশ্বকাপে ফাইনাল খেলেছিল৷ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার৷ ২০১৫-র বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে ফাইনাল খেলেছিল কিউয়িরা৷ এক বছর বাদেই ম্যাককালাম অবসর নেন৷ ক্রিকেট দুনিয়ায় নামী টিমগুলির মধ্যে বরাবরই গণ্য করা হয় নিউ জিল্যান্ডকে৷ বিশ্ব ক্রিকেটকে তাবড় তাবড় প্লেয়ার দিয়েছে এই দেশ৷ এ বারের বিশ্বকাপে কেন উইলিমসনের নেতৃত্বে মাঠে নামছেন কিউয়িরা৷

  ইংল্যান্ডের মতোই নিউজিল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য সুপ্রসন্ন নয়৷ ২০১৯ সালে কি ভাগ্য বদলাবে? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তর খোঁজাটা এখনই বুদ্ধিমানের হবে না৷ নিউজিল্যান্ড দলের মূল সমস্যা হল, ওপেনিং জুটি৷ ম্যাককালামের পরিবর্ত এখনও খুঁজে পায়নি কিউয়ি বাহিনী৷

  টি-২০ তে যে দুর্ধর্ষ ফর্ম দেখা গিয়েছে কলিন মুনরোর, সেই ফর্ম ৫০ ওভারে দেখাতে পারেননি তিনি৷ এই বাঁ-হাতি ব্যাটসম্যান সেই হাতে গোনা তিন খেলোয়াড়ের মধ্যে একজন, যাঁর আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৩ বা তার বেশি সেঞ্চুরি রয়েছে৷ গড় রান ৩৩.৫৯৷ ৫১টি একদিনের ম্যাচে ৩টি সেঞ্চুরি রয়েছে মুনরোর৷

  নিউজিল্যান্ড তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতোই চোকার্স হিসেবে ধরা হয় নিউ জিল্যান্ডকে৷ টি-২০ ম্যাচে যে পারফর্ম্যান্স দেখিয়েছে কিউয়িরা, সেটাই কি বজায় থাকবে ৫০ ওভারে৷

  নিউ জিল্যান্ড টিম এ বার আক্ষরিক অর্থেই নতুনদের ভিড়৷ একাধিক বার সেমিফাইনালে উঠলেও, কাপটা হাতে নেওয়া হয়নি৷

  First published: