ICC Cricket World Cup 2019: টস জিতে ব্যাট নিলেন বিরাট, দলে শামি

ICC Cricket World Cup 2019: টস জিতে ব্যাট নিলেন বিরাট, দলে শামি
ভারত বনাম আফগানিস্তান

যদিও টস জেতার পর বিরাট সাফ জানিয়ে দিলেন, আফগানিস্তানকে ছোট করে দেখছেন না৷ কারণ, বিশ্বকাপে কোনও দলই ছোট নয়৷ তাই কোনও ভাবেই হালকা নিচ্ছেন না আফগানিস্তানকে৷ টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি৷

  • Share this:

#সাউদাম্পটন: ভারতের মুখোমুখি আফগানিস্তান৷ অনেকেই বলছেন, বিশ্বকাপের অন্যতম সহজ ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলি বাহিনী৷ যদিও টস জেতার পর বিরাট সাফ জানিয়ে দিলেন, আফগানিস্তানকে ছোট করে দেখছেন না৷ কারণ, বিশ্বকাপে কোনও দলই ছোট নয়৷ তাই কোনও ভাবেই হালকা নিচ্ছেন না আফগানিস্তানকে৷ টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি৷

আফগানরা বিশ্বকাপে এখনও একটাও ম্যাচ জেতেননি৷ তাই ভারতের বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নামছেন রশিদরা৷ এর মাঝে খবর, আফগান দলে অন্তর্দ্বন্দ্ব চলছে৷ ড্রেসিং রুমে খোলামেলা ভাব নেই। কোচ ফিল সিমন্স রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, বিশ্বকাপের পরেই সব ফাঁস করবেন৷

প্রথম একাদশ নির্বাচনে বোর্ড হস্তক্ষেপ করছে। মাঠের বাইরে স্থানীয় মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন আফগান ক্রিকেটাররা। তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, বিরক্ত গুলবাদিন নাঈব সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে খুব একটা ভালো নেই আফগান ক্রিকেট।

First published: 02:50:33 PM Jun 22, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर