CWC2019: বড় জয় ঠিকই, তবে লক্ষ্যে পৌঁছতে এখনও দেরি আছে, বললেন বিরাট

CWC2019: বড় জয় ঠিকই, তবে লক্ষ্যে পৌঁছতে এখনও দেরি আছে, বললেন বিরাট

বিরাট কোহলি ছবি সৌজন্য: আইসিসি

ICC Cricket Worl Cup 2019: মহেন্দ্র সিং ধোনির পারফর্ম্যান্স নিয়ে বিরাটের বক্তব্য, ধোনি জানেন কখন কী করতে হবে৷ সকলেরই খারাপ দিন যায় মাঝেমধ্যে৷ ধোনির অনবদ্য অর্ধশত রানের সুবাদেই ২৬৮ রানে পৌঁছয় ভারত৷

 • Share this:

  #ম্যাঞ্চেস্টার: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয়ের পরে উচ্ছ্বাস থাকলেও, বাকি ম্যাচগুলির দিকে বেশি ফোকাস করছেন অধিনায়ক বিরাট কোহলি৷ বৃহস্পতিবার ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা বিরাট জানালেন, ভারত এক নম্বর হওয়ার মতোই খেলছে৷ কিন্তু বিশ্বকাপে এখনও আরও ম্যাচ বাকি৷ তাঁর কথায়, 'বাকি ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ লক্ষ্যে পৌঁছতে এখনও দেরি আছে৷'

  মহেন্দ্র সিং ধোনির পারফর্ম্যান্স নিয়ে বিরাটের বক্তব্য, ধোনি জানেন কখন কী করতে হবে৷ সকলেরই খারাপ দিন যায় মাঝেমধ্যে৷ ধোনির অনবদ্য অর্ধশত রানের সুবাদেই ২৬৮ রানে পৌঁছয় ভারত৷ বিরাটের কথায়, 'ধোনি আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন৷ এই পিচে ২৬৮ রান ভালো স্কোর৷ হার্দিক ভালো খেলেছে৷ একই সঙ্গে ধোনির ক্রিকেট বুদ্ধি ও অভিজ্ঞতা আমাদের বড় প্রাপ্তি৷ সব সময় অঙ্ক কষে ক্রিকেট খেলেন৷ খেলাটা বোঝেন৷'

  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৫ রানের বড় জয়ে বিশ্বকাপের সেমি ফাইনাল প্রায় নিশ্চিত করেছে ফেলেছে বিরাট-বাহিনী৷ গত দুটি ম্যাচ নিয়ে ভারতের অধিনায়কের বক্তব্য, 'শেষ দুটি ম্যাচে আমাদের পারফর্ম্যান্স একটু খারাপ হয়ে গিয়েছিল৷ তবে সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি৷ আমরা যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জেতার ক্ষমতা রাখি৷ এই পিচে শর্ট রানে স্কোর করাটা দরকার চিল৷ একদিনের ম্যাচে শর্ট রান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সব সময় বড় শট খেলা ঠিক নয়৷ ঝুঁকি থাকে৷'

  First published:

  লেটেস্ট খবর