#লন্ডন: হেলায় প্রোটিয়া বধ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারত। ডু-অর-ডাই ম্যাচে এবিডিদের ৮ উইকেটে হারাল বিরাট বাহিনী। সেঞ্চুরি রানের পার্টনারশিপ শিখর-বিরাটের। ৬ মেরে দলকে জেতালেন যুবরাজ। ম্যাচের সেরা বুমরাহ। শেষ চারে কোহলিদের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ।
কিছুতেই কিছু হল না। চোকার্স তকমা পিছু ছাড়ল না প্রোটিয়াদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ডু-অর-ডাই ম্যাচেও একই অবস্থা এবিডি বাহিনীর। কোনও প্রতিরোধ না গড়েই বিদায় নিতে হল দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বের এক নম্বর একদিনের দলকে হেলায় হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। এদিন টস হারলেও শুরুটা ভাল করেন প্রোটিয়াদের দুই ওপেনার আমলা ও ডিকক। তবে আচমকা পরপর দুই ওভারে জোড়া রান আউটে বেকায়দায় পড়ে যান ডেভিলিয়ার্সরা। প্রায় একই ভুল করে অধিনায়কের পর আউট হন মিলার। ম্যাচে চেপে বসে কোহলি বাহিনী। শেষে বুমরাহ-ভুবনেশ্বর-অশ্বিনদের দাপটে মাত্র ১৯১ রানেই অলআউট ডুমিনি,ডুপ্লেসিরা। ৫১ রানে ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষে তাহিরও রান আউট হন।
১৯১ রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার। সৌজন্যে ধাওয়ান-বিরাটের সেঞ্চুরি রানের পার্টনারশিপ। ৭২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় তুলে নেন কোহলি ব্রিগেড। শিখর ৭৮ আর বিরাট অপরাজিত ৭৬ করেন। ৬ মেরে দলকে জেতান যুবরাজ।এদিনের ৭৮ রানের সুবাদে আইসিসির টুর্নামেন্টে দ্রুততম হাজার রান পূর্ণ করার রেকর্ড গড়লেন ধাওয়ান। ফিল্ডিং-বোলিংয়ে দুরন্ত পারফর্ম করে ম্যাচের সেরা বুমরাহ। গ্রুপ বি-তে নেট-রান রেটের বিচারে অনেকটাই এগিয়ে রয়েছে কুম্বলের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার কোহলিদের প্রতিপক্ষ বাংলাদেশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Champions Trophy 2017, ICC Tournaments, Shikhar Dhawan