corona virus btn
corona virus btn
Loading

ভারত-বাংলাদেশ ‘মওকা মওকা’ ভিডিও দেখে নিন, হাসতে হাসতে পেটে খিল ধরবেই

ভারত-বাংলাদেশ ‘মওকা মওকা’ ভিডিও দেখে নিন, হাসতে হাসতে পেটে খিল ধরবেই

বাংলাদেশি সমর্থকরা যেমন সোশ্যাল মিডিয়ায় নানাধরণের ‘মিম’ বানিয়ে ভারতকে তাচ্ছিল্য করছেন ৷ তার জবাব দিয়েছে ভারতও ৷

  • Share this:

#বার্মিংহ্যাম: এজবাস্টনে শুরু ভারত-বাংলাদেশ সেমিফাইনাল ৷ টুর্নামেন্টের এই পর্যায় আর কোনও দলকেই ছোট দল হিসেবে ধরা চলে না ৷ তাই বার্মিংহ্যামে একটা ভাল লড়াই দেখারই অপেক্ষায় গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু এরই মধ্যে আবার দু’দেশের ক্রিকেটপ্রেমীরা একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি করতেও ভুলছেন না ৷ ভারত-পাকিস্তান ম্যাচের আগে ‘মওকা-মওকা’ ভিডিও ২০১৫ বিশ্বকাপ থেকেই দেখা যাচ্ছে ৷ এবার এই তালিকায় বাদ গেল না বাংলাদেশও ৷

বাংলাদেশি সমর্থকরা যেমন সোশ্যাল মিডিয়ায় নানাধরণের ‘মিম’ বানিয়ে ভারতকে তাচ্ছিল্য করছেন ৷ তার জবাব দিয়েছে ভারতও ৷ মওকা মওকা-র নতুন ভিডিওটা দেখলে সত্যি হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতোই ৷

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে একজন বাংলাদেশি সমর্থক বাথরুমে কমোডে বসে ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন ৷ সমুদ্রসৈকতে হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে অবশেষে উইনার হয় সে ৷ কিন্তু হঠাৎই কমোডের ফ্লাশে ঘুম ভাঙে ওই সমর্থকের ৷ বাথরুম থেকে বেরিয়ে এসেই দেখেন সেখানে দাঁড়িয়ে রয়েছেন এক ভারতের সমর্থক ৷ তাকে দেখে পাকিস্তানের সমর্থককে ফোন করে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফল জানতে চান ৷ ভারত জিতে গিয়েছে শুনে আরও চাপে পড়ে যান ওই বাংলাদেশি সমর্থক ৷ তারপর কী ঘটল, সেটা জানতে অবশ্যই দেখুন নীচের ভিডিওটি ৷

First published: June 15, 2017, 4:16 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर