corona virus btn
corona virus btn
Loading

এবার ধোনির কোন ছবি পোস্ট করলেন জাডেজা ? যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !

এবার ধোনির কোন ছবি পোস্ট করলেন জাডেজা ? যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !
Photo: Twitter
  • Share this:

#লন্ডন: এজবাস্টনে কমেন্ট্রি বক্সের পাশে ঘুমন্ত সৌরভ এবং শ্যেন ওয়ার্নের ছবি আমরা আগেই দেখেছি ৷ বীরেন্দ্র সেহওয়াগ সেই ছবি তুলে ট্যুইটারে পোস্ট করতেও ভোলেননি ৷ এবার বীরুর দেখাদেখি আসরে নামলেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ৷ পোস্ট করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি ঘুমন্ত ছবি ৷ মূহূর্তের মধ্যেই তা ভাইরাল !

বীরুর দেখানো পথেই হাঁটলেন ‘স্যার’ রবীন্দ্র জাদেজা। তিনি ঘুমন্ত ধোনির ছবি পোস্ট করে দিলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। বার্মিংহ্যাম থেকে সড়কপথেই লন্ডনের উদ্দেশ্য রওনা হয়েছিল ভারতীয় দল। জাডেজার পাশেই ছিলেন ধোনি। ধোনি অবশ্য সারা রাস্তা জেগে থাকার বদলে ‘পাওয়ার ন্যাপ’ নিচ্ছিলেন। মাহির মুখ খুলে ঘুমিয়ে থাকার সেই ছবি তুলতে ভোলেননি জাডেজা ৷ ছবি পোস্ট করে জাডেজা লেখেন, ‘‘ধোনি ঘুম থেকে ওঠার আগেই ছবিটা তুলে ফেলি।’’

vddTId3MQj

First published: June 7, 2017, 4:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर