#ICCChampionsTrophy2017: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের LIVE স্কোর

#ICCChampionsTrophy2017: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের LIVE স্কোর
Photo Courtesy : ICC

ম্যাচের লাইভ স্কোর জানতে ক্লিক করুন-----> LIVE

  • Share this:

ম্যাচের লাইভ স্কোর জানতে ক্লিক করুন-----> LIVE

#লন্ডন : ভারতের বিরুদ্ধে ‘ডু অর ডাই ম্যাচে’ সেভাবে লড়াই এখনও পর্যন্ত দেখা গেল না দক্ষিণ আফ্রিকার তরফে ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানরা শুরুটা ভাল করলেও এদিন দু’শোর গণ্ডী টপকাতেও ব্যর্থ প্রোটিয়ারা ৷ ইনিংসে তিন তিনটে রান আউট আরোই বেকায়দায় ফেলে ডেভিলিয়ার্সদের ৷  ভারতের সামনে জয়ের জন্য মাত্র ১৯২ রানের টার্গেট রেখেছে দক্ষিণ আফ্রিকা ৷ ওভালের পাটা উইকেটে যে লক্ষ্যমাত্রা বিরাটদের জন্য সহজই বলে মনে করা হচ্ছে ৷ এদিন ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন বুমরাহ এবং ভুবনেশ্বর ৷ বাকি উইকেটগুলি অশ্বিন, পাণ্ডিয়া এবং জাদেজার ৷

ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে অপ্রত্যাশিত হারের পর আর ঝুঁকি নিতে রাজী নন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ আজ টস জিতে ফিল্ডিং নিতে বিশেষ সময় নেননি তিনি ৷ ভারত-দক্ষিণ আফ্রিকা দু’দলের কাছেই এই ম্যাচ ডু অর ডাই ম্যাচ ৷

ভারত এবং দক্ষিণ আফ্রিকা দু’দলেই আজ একটি করে পরিবর্তন হয়েছে ৷ একজন পেসার কম খেলাচ্ছে ভারত ৷ উমেশ যাদবের জায়গায় দলে এসেছেন ভারতের এক নম্বর স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৷ অন্যদিকে প্রোটিয়া একাদশে বাঁ-হাতি পেসার ওয়েন পার্নেলের জায়গায় এসেছেন অ্যান্দিলে ফেলুকাও ৷

টস জেতার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, ‘‘ যে কোনও দলই রান তাড়া করতে ভালবাসে ৷ কারণ ব্যাট করতে নামার সময় আমাদের কী করার প্রয়োজনা তার একটা আভাস পাওয়া যায় ৷  ’’

First published: 02:56:16 PM Jun 11, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर