ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল (LIVE)

Photo Courtesy: Getty Images

Photo Courtesy: Getty Images

ম্যাচের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন--LIVE

  • Share this:

    ম্যাচের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন--LIVE

     

    #ওভাল: ডেথ ওভারে ভুবনেশ্বর কুমারের অসাধারণ বোলিংও পাকিস্তানকে বড় রান করা থেকে বাঁচাতে পারল না ৷ ভারতের সামনে ৩৩৯ রানের টার্গেট রাখল পাকিস্তান ৷ ওপেনার ফকর জামানের ১১৪ রানের পাশাপাশি বড় রান পেয়েছেন আজহার আলি (৫৯), বাবর আজম (৪৭) এবং মহম্মদ হাফিজ (৫৭ নট আউট) ৷

    ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ হাইভোল্টেজ ফাইনালে ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও পাকিস্তান দলে একটি পরিবর্তন হয়েছে ৷ রুমান রইসের জায়গায় দলে এসেছেন বাঁ-হাতি পেসার মহম্মদ আমের ৷

    ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা দারুণ করেছেন দুই পাকিস্তানি ওপেনার আজহার আলি এবং ফকর জামান ৷ প্রথম উইকেটের জুটিতে ১০০ রানের পার্টনারশিপ ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৷ বুমরাহর বলে একবার নো বলে ফকর জামান বেঁচে যাওয়া ছাড়া পাক ওপেনাররা আর কোনও সুযোগ দেননি ভারতীয় বোলারদের ৷ ওভালে জীবনের প্রথম শতরান পেলেন ফকর জামান ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে -তে অভিষেক হওয়ার দিনেই নজর কেড়েছিলেন ৷ ফাইনালে প্রথম সেঞ্চুরিটাও পেয়ে গেলেন তরুণ পাক ওপেনার ৷

    First published:

    Tags: ICC Champions Trophy 2017, India vs Pakistan Live, Live: Champions Trophy 2017