#দুবাই: এ বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারল না আইসিসি ৷ অস্ট্রেলিয়ায় এ বছর অক্টোবরে বিশ্বকাপ হবে কী না ৷ আর না হলেও সেটা কবে হবে ৷ তা নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে কোনওরকম সিদ্ধান্তে আসতে পারলেন না আইসিসি কর্তারা ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত ঝুলে রইল আগামী ১০ জুন পর্যন্ত ৷ এদিন টেলিকনফারেন্সে বোর্ড মিটিংয়ের পর আইসিসি-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সব এজেন্ডাগুলি নিয়ে কথা বলার পর টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আগামী ১০ জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ৷
International Cricket Council (ICC) Board to meet on 10 June. Decision on "all agenda items" deferred until then, including T20 World Cup.
— ANI (@ANI) May 28, 2020
গোটা ক্রিকেট বিশ্বই গভীর আগ্রহ নিয়ে এদিন আইসিসির সভার উপর চোখ রেখেছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভাতেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হচ্ছে, অনুমান ছিল এমনটাই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত মুলতুবি করা হয়েছে আইসিসির পরবর্তী সভা পর্যন্ত। আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে পরবর্তী সভা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬টি দল খেলবে। প্রত্যেক দলের ১৬ জন করে অন্তত ২৫৬ জনকে সামলানোর ঝক্কি রয়েছে ৷ অস্ট্রেলিয়ার বিভিন্ন কেন্দ্রে খেলা হবে ৷ আর সেটা করোনা আতঙ্কের জন্য অক্টোবরের মধ্যেই অস্ট্রেলিয়া সরকার করতে চাইবে কি না ৷ তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছেই ৷ অস্ট্রেলিয়া সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অক্টোবর পর্যন্ত তাদের দেশে সীমান্ত বন্ধ থাকবে। বিশ্বকাপ উপলক্ষে সেই মতের পরিবর্তন হবে কি না, সেই প্রশ্ন রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।