#দুবাই:আইসিসি গত ১০ বছরের সেরা টেস্ট (পুরুষ), ওয়ানডে (পুরুষ ও মহিলা) ও টি-২০ (পুরুষ ও মহিলা) দল বেছে নিল রবিবার৷ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পুরুষ দলের তিন ফর্ম্যাট মিলিয়ে যে দলের তালিকা প্রকাশ করেছে সেখানে রাজ করছেন ভারতের সর্বকালের অন্যতম দুই সেরা মহারথী৷
একজন বর্তমান অধিনায়ক ও অন্যজন প্রাক্তন৷ ২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন এমএস ধোনিকেই আইসিসি ওয়ানডে ও টি-২০ দলের নেতা হিসেবে বেছে নিয়েছেন৷ অন্যদিকে কোহলিকে আইসিসি করেছে টেস্ট টিমের ক্যাপ্টেন৷
Your ICC Men's Test Team of the Decade 🏏 A line-up that could probably bat for a week! 💥 #ICCAwards pic.twitter.com/Kds4fMUAEG
— ICC (@ICC) December 27, 2020
আইসিসি-র দশক সেরা টেস্ট দল: অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা, উইকেটকিপার) বেন স্টোকস (ইংল্যান্ড), আর অশ্বিন (ভারত), ডেইন স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
The ICC Men's ODI Team of the Decade: 🇮🇳 🇮🇳 🇮🇳 🇦🇺 🇦🇺 🇿🇦 🇿🇦 🇧🇩 🏴 🇳🇿 🇱🇰 #ICCAwards pic.twitter.com/MueFAfS7sK
— ICC (@ICC) December 27, 2020
আইসিসি-র দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), শাকিব আল হাসান (বাংলাদেশ), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
The ICC Men's T20I Team of the Decade. And what a team it is! ⭐ A whole lot of 6️⃣-hitters in that XI! pic.twitter.com/AyNDlHtV71
— ICC (@ICC) December 27, 2020
আইসিসি-র দশক সেরা টি-২০ দল: রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত),এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC, MS Dhoni, Virat Kohli