হোম /খবর /খেলা /
টেস্ট ঋষভ পন্থ না থাকার অভাব টের পাবে ভারত, মাইন্ড গেম শুরু চ্যাপেলের

`টেস্ট ঋষভ পন্থ না থাকার অভাব টের পাবে ভারত', মাইন্ড গেম শুরু ইয়ান চ্যাপেলের

পন্থকে মিস করবে ভারত?

পন্থকে মিস করবে ভারত?

Ian Chappell believes India will surely miss Rishabh Pant in Test series. টেস্ট ঋষভ পন্থ না থাকার অভাব টের পাবে ভারত, মাইন্ড গেম শুরু ইয়ান চ্যাপেলের

  • Share this:

#মুম্বই: শেষবার ২০০৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাকগ্রা এবং জেসন গিলেসপি মিলে তুলে নিয়েছিলেন ৩৪ উইকেট। কিন্তু তারপর থেকে ভারতের মাটিতে বিশেষ করে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। যতবার দেখা হয়েছে বাজিমাত করেছে ভারত। এবার অবশ্য ভারতকে ভারতের মাটিতে হারানোর সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনে।

এমনটাই মনে করেন ইয়ান চ্যাপেল। তিনি জানিয়েছেন ঋষভ পন্থ না থাকার কারণে ভারতের অনেকটাই অসুবিধে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবর টেস্ট পন্থ নিজেকে প্রমাণ করেছেন। এবার তার না থাকা একটা ফ্যাক্টর। যদিও ভারত নাকি সূর্য কুমারকে খেলানোর কথা ভাবছে, তবুও তিনি ঋষভর অভাব কতটা পূর্ণ করতে পারবেন বলা যাচ্ছে না।

আরও পড়ুন - `জঘন্য উইকেট, টি ২০ খেলার মত নয়'! লখনউ পিচ নিয়ে রেগে লাল অধিনায়ক হার্দিক

সবচেয়ে বড় কথা পন্থ না থাকার কারণে একটা মানসিক অ্যাডভান্টেজ পাবে অস্ট্রেলিয়া। ইয়ান চ্যাপেল মনে করেন ভারতের প্রথম তিনজন ব্যাটসম্যানকে বেশি দায়িত্ব নিতে হবে অস্ট্রেলিয়ান বোলারদের সামলাতে গেলে। প্যাট কামিন্স, হ্যাজেলউড, গ্রিন, মিচেল স্টার্কদের মতো ফাস্ট বোলার ছাড়াও নাথান লিওর অফস্পিনার আছে। ভারতের মাটিতে লিওনকে সামলানো সহজ হবে না ভারতের পক্ষে।

ঋষভ পন্থ আসলে টেস্ট ম্যাচের ফিল্ডিংকে খুব সহজে বোকা বানাতে পারেন। সূর্য কুমার সেটা করতে পারবেন কিনা সময় বলবে। তবে উইকেট রক্ষক হিসেবে ভারত হয়তো কে এল রাহুলকে ব্যবহার করবে। তবে ভারতের মাটিতে শামি, সিরাজদের বোলিং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাবে মনে করেন চ্যাপেল।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IND vs AUS, Rishabh Pant