তাঁর সঙ্গে এম এস ধোনির সম্পর্ক ভাল নয়। এমন কানাঘুঁষো শোনা যায়। গৌতম গম্ভীর একাধিকবার খোলা মঞ্চ থেকে ধোনির সমালোচনা করেছেন। তাই দুজনের সম্পর্ক যে ভাল নয়, তা অনেকেই আন্দাজ করেন। যদিও ধোনি কখনও গম্ভীর সম্পর্কে কোনও কথা প্রকাশ্যে বলেননি।
আরও একবার ধোনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর। ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়, এই জল্পনা এবার সটান উড়িয়ে দিলেন তিনি।
গম্ভীর এদিন বলেছেন, ধোনির কোনও প্রয়োজন হলে আমি সবার আগে এগিয়ে যাব।
গম্ভীর আরও বলেছেন, ধোনির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ক্রিকেটার ও মানুষ হিসেবে ও যা করেছে তার জন্য আমি ওকে শ্রদ্ধা করি। ওর কখনও কোনও প্রয়োজন হলে আমি সবার আগে গিয়ে পাশে দাঁড়াব।
গম্ভীর বলছিলেন, ১৩৮ কোটি ভারতীয়র সামনে বলব? বারবার যে কোনও চ্যানেল বা মঞ্চ থেকে আমি বলতে পারি, ভারতীয় ক্রিকেটের জন্য ধোনি যা করেছে তার জন্য ওকে শ্রদ্ধা করি। ওর প্রয়োজনে আমি ওর পাশে গিয়ে দাঁড়াব।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।