#মেলবোর্ন: বাবা অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ওপেনার ৷ মেয়ে আইভির বয়স আর কতই বা হবে ৷ কিন্তু এই বয়সেই ব্যাট হাতে কামাল করছে সে ৷ সেই ভিডিও নিজেই শ্যুট করে ইনস্টাগ্রামে পোস্ট করেন ডেভিড ওয়ার্নার ৷
কিন্তু বাবা এত বড় ক্রিকেটার হলে কী হবে ৷ মেয়ের পছন্দ একজনকেই ৷ তিনি হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যাট করার সময় প্রতিটা শট খেলতে গিয়েই ‘আমি বিরাট কোহলি...’ বলে ওঠে ওয়ার্নারের মেয়ে ৷ এই ভিডিও দেখে বিরাটও লেখেন, ‘‘ অস্ট্রেলিয়ায় আমার ভারতীয় ভক্তকে দেখতে পেয়ে খুব ভাল লাগল ৷ খুব মিষ্টি মেয়ে ৷ গোটা পরিবারের প্রতি শুভকামনা রইল ৷ ’’
View this post on InstagramI’m not sure about this one . Indi wants to be @virat.kohli Caption This??