#কলকাতা: কাফেটেরিয়া থেকে এবার ইডেনের পিচ। ভারত-বাংলাদেশ দিন-রাতের টেস্ট ম্যাচে ছক্কা হাকাতে তৈরি এইচআইভি আক্রান্ত খুদেরা। চলছে বাইশ জন খেলোয়াড়ের নেট প্র্যাকটিস।
বাইশে নভেম্বর, দেশে প্রথমবার ইডেনে গোলাপি বলের টেস্ট ম্যাচ। ভারত-বাংলাদেশের খেলায় একাধিক উদ্যোগ নিয়েছে সিএবি। তার মধ্যে রয়েছে HIV আক্রান্ত কচিকাচাদের জন্য খেলার ব্যবস্থা। HIV আক্রান্ত মানেই অন্ধকার নয়। সেই ভাবনা থেকেই এক বছর আগে যোধপুর পার্কে কাফে পজিটিভের পথ চলা শুরু। স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ ঘরের উদ্যোগে এবার HIV আক্রান্ত শিশুদের জন্য ইডেনে ফান গেমের ব্যবস্থা।
গত তিন মাস ধরে CAB-র সঙ্গে কথা চালিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। মিলেছে ছাড়পত্রও।
- টেস্ট ম্যাচের বিরতির সময় হবে ফান গেম- ৬ ওভার খেলবে এইচআইভি আক্রান্ত শিশুরা
- এইচআইভি আক্রন্ত শিশুদের টিমের নাম বিইং পজিটিভজাতীয় সঙ্গীতের সময় ভারত-বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারে HIV আক্রান্ত শিশুরাও। এখন মাঠে চলছে তাদের জোর প্রস্তুতি।
শুধু খেলাই নয়। ইডেনে একটি স্টলও দেবে কাফে পজিটিভ। খেলার ফাঁকে সেখানে ঢুঁ মারলেই মিলবে বেকারি, স্যান্ডউইচ, পেস্ট্রি, কফি।
কাফে পজিটিভের অভিনব ভাবনায় সারা মিলেছে। এবার বিশ্ব ক্রিকেটে তাঁদের উপস্থিতি বাড়তি উৎসাব দেবে HIV আক্রান্তদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eden Gardens, Hiv