#কার্ডিফ:ভারত ফিল্ডিং করার সময় অনেক ম্যাচেই দেখা গিয়েছে, ক্যাপ্টেন না হয়েও ‘ক্যাপ্টেন্সি’ করছেন মহেন্দ্র সিং ধোনি ৷ কোহলিকে ফিল্ডিং সাজাতে অনেক সময়েই সাহায্য করে থাকেন মাহি ৷ উইকেটের পিছনে দাঁড়িয়ে ভালমতোই দলকে ‘কমান্ড’ করেন তিনি ৷ অনেকে ক্রিকেটপ্রেমীরাই রয়েছেন, যারা এখনও কোহলি নয়, ধোনিকেই ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ধরে থাকেন ৷ কারণ ম্যাচ চলাকালীন এখনও অনেক বেশি ‘অ্যাক্টিভ’ ৩৮ বছরের ধোনি ৷
মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এক অদ্ভূত ঘটনারই সাক্ষী থাকলেন মাঠে উপস্থিত দর্শকরা ৷ ম্যাচের ৩৯তম ওভারের ঘটনা ৷ বল করতে যাচ্ছিলেন সাব্বির রহমান ৷ ক্রিজে ধোনি ৷ রান আপ নেওয়ার সময় হঠাৎই বোলারকে থামিয়ে দিলেন তিনি ৷ মিড উইকেটের ফিল্ডারকে সরিয়ে স্কোয়ার লেগে পাঠানোর অনুরোধ জানান ধোনি। মজার বিষয় হল, ধোনির সেই ‘পরামর্শ’ মেনেও নেয় বাংলাদেশ ৷ ধোনির কথামতোই ফিল্ডিং পরিবর্তন করে বাংলাদেশ। ভারতীয় দলের মতো বিপক্ষ দলেরও ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন মাহি ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় স্বভাবতই হইচই ফেলে দিয়েছে ৷ দেখে নিন সেই ভিডিও ৷
In yesterday's warm-up match, Dhoni stopped bowler Sabbir Rahman and advised him to move his fielder from wid-wicket to square leg in the 40th over. The bowler agreed.
That's the level of involvement he brings to his game.#Captainpic.twitter.com/V0Uup1fHLH