# সিডনি : হাতে সময় মাত্র তিন দিন। তারপরই শুরু হয়ে যাবে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। অ্যাডিলেডে গোলাপি বলে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। ক্রিকেট পণ্ডিতরা বলছেন ভারতের কাছে বড় চ্যালেঞ্জ গোলাপি বলে প্রথম ম্যাচ খেলা। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে।
কিন্তু কে এগিয়ে, কে পিছিয়ে সেটা নয় মাঠেই দেখা যাবে। কিন্তু নিজেদের প্রস্তুতি তো সেরে রাখতে হবে। সেটা মাথায় রেখেই এদিন অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি। গোলাপি বলে প্রায় মিনিট চল্লিশ নেট সেশন করলেন। থ্রো ডাউন চলার সময় দেখিয়ে দিলেন কোন জায়গায় তাঁকে বল করতে পারেন অজিরা। কখনও অফ স্টাম্পের বাইরে বা গুডলেন্থ স্পটে, আবার কখনও বাউন্সার,নিজেকে ঝালিয়ে নিলেন। খুব বেশি কাট বা পুল নয়, সোজা ব্যাটে মন দিতে দেখা গেল ভারত অধিনায়ককে। একটা নির্দিষ্ট ভি এর মধ্যেই ব্যাট করলেন।
লাল বলের থেকে গোলাপি বলের বাউন্স এবং সুইং আলাদা। ম্যাচ শুরুর আগে আরও দুটো নেট সেশন করবেন কোহলি। পুজারা, রাহানের মত টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানদের দিকেও তাকিয়ে থাকবে দল। এদিন সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের অন্যতম অস্ত্র হ্যাজেলউড জানিয়ে গেলেন,"বিরাট কোহলি অতীতে অস্ট্রেলিয়ায় টেস্টে রান করেছে। কিন্তু মনে রাখতে হবে সেটা ছিল লাল বলে। অ্যাডিলেড টেস্ট গোলাপি বলে,তার ওপর দিনরাতের ম্যাচ। বিরাট পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান সন্দেহ নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ভারতীয় ব্যাটসম্যানদের সামনে। বিরাটকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।"
অর্থাৎ স্পষ্ট অস্ট্রেলিয়া তাদের কুখ্যাত মাইন্ড গেম খেলা শুরু করে দিয়েছে। বিরাটের বিরুদ্ধে হ্যাজেলউডের রেকর্ড বেশ ভালো। টেস্টে তিনি ছাড়াও স্টার্ক এবং কামিন্সকে সামলাতে হবে ভারতীয়দের। চিন মিউজিক শোনানোর জন্য মুখিয়ে থাকবেন অস্ট্রেলিয়ান পেস ব্যাটারি।
রাহুল দ্রাবিড় আগেই জানিয়েছিলেন তরুণ ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বিরাট চলে গেলে। মাইকেল ভন বলেছেন ভারত বিরাট থাকার সুযোগটা কাজে লাগিয়ে প্রথম টেস্ট জিতে গেলে ভালো। না হলে হোয়াইটওয়াশের সম্ভাবনাও উড়িয়ে দেননি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ভারতীয় ড্রেসিংরুমে সব খবর পৌঁছচ্ছে। অ্যাডিলেডে বল গড়ানোর অপেক্ষা। ক্যাপ্টেন কোহলি ব্যাট হাতে কি জবাব দেন সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। পাশাপাশি শুভমন গিল,পৃথ্বী, আগারওয়ালদের মত তরুণ ব্যাটসম্যানদের ওপরেও নজর থাকবে।
Rohan Roy Chowdhury
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs Australia, Virat Kohli