#কলকাতা: এক বাচ্চার বাবা হয়েও লজ্জা নেই... ৷ সোশ্যাল মিডিয়ায় ফের মহম্মদ শামির বিরুদ্ধে সোচ্চার তাঁর স্ত্রী হাসিন জাহান ৷ এবার Tiktok-এর মতো জনপ্রিয় অ্যাপে শামির নতুন অ্যাকাউন্ট দেখে এমনটাই মন্তব্য হাসিনের ৷ নিজের ফেসবুকে শামির Tiktok প্রোফাইলের বেশ কয়েকটি ‘স্ক্রিনশট’ পোস্ট করে হাসিন লিখেছেন, ‘‘ লফাঙ্গে শামি এবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন ৷ যেখানে ৯৭ জনকে তিনি ফলো করছেন ৷ যার মধ্যে ৯০ জনই হলেন মহিলা ৷ নির্লজ্জ, লম্পট শামি ৷ এক বাচ্চার বাবা হয়েও কোনও লজ্জা নেই ৷ ছিঃ ছিঃ... ৷
কিছুদিন আগেই অবশ্য নিজের খোলামেলা ফটোশ্যুটের ছবি পোস্ট করে ফের খবরে এসেছিলেন হাসিন ৷ নিজের ছবিতে তিনি লিখেছিলেন, 'জানেওয়ালা জাতে রহেঙ্গে, হম ভি অউর কাবিল বনতে রহেঙ্গে।' অর্থাৎ, যারা যাওয়ার তারা যাবেই, আর আমি আরও যোগ্যতম হতে থাকব।
নেটিজেনদের সেখানে বুঝতে কোনও অসুবিধা হয়নি, যে 'যারা' বলতে এখানে কাকে বোঝাতে চাইছেন হাসিন। কিন্তু শামি তো এগিয়ে গিয়েছেন, সাফল্যের হাসিও হাসছেন, হাসিনের তাহলে কেন এই পিছুটান ?