#কলকাতা: মিডিয়ার সামনে এবার মেজাজ হারালেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। আজ, মঙ্গলবার সকালে যাদবপুরের বাড়ি থেকে বেরনোর পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। গাড়ি থেকে নেমে চড়াও হন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর। এক চিত্র সাংবাদিকের ক্যামেরা ফেলেও দেন তিনি। ‘‘কেন বিরক্ত করছেন......? ’’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেগে যান হাসিন জাহান। আগামী ১৯ মার্চ আলিপুর আদালতে হাসিন জাহানের গোপন জবানবন্দি নেওয়া হবে ৷
শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে হাসিনের ৷ শারীরিক, মানসিক নির্যাতন। এমনকি ধর্ষণ, খুনের চেষ্টার অভিযোগ। মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী-র তোলা এমনই সব অভিযোগে শেষ কয়েকদিন ধরে সরগরম হয়েছে গোটা দেশ। শামির সঙ্গে একাধিক মহিলার চ্যাট হিস্ট্রি, কথোপকথনের অডিও ক্লিপ সামনে এনেছেন হাসিন। এবার কি সব ভুলে সমঝোতার পথে যেতে চান শামি-পত্নী ? রবিবারের সাংবাদিক বৈঠকে আইনজীবীকে পাশে নিয়ে কিছুটা নমনীয়ই দেখিয়েছে হাসিন জাহানকে।
দিন কয়েক আগে নিজের সমর্থনে ভারতের তারকা পেসার দাবি করেছিলেন, ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। তা নিয়েও প্রমাণ চেয়েছেন হাসিন।
শামি-হাসিন কথোপকথন
হাসিন:- শামি মিথ্যা কথা বলো না। একটা কথা বলো। কার নামে শপথ করলে তুমি সত্যি করা বলবে। আমি বা আয়রা বা তোমা বাবা-মা কারোরই পরোয়া করো না। ওই পাকিস্তানি মেয়েটি, আলিশবার দিব্যি দিয়ে বলছি এই কাজ কি তোমার? শামি:- না... হাসিন:- না বললে তো... এই ফোনটি যখন আমার কাছে এসেছে । তোমার অ্যাকাউন্ট থেকেই সব হয়েছে। প্রতিদিন হয়েছে। দুবাইয়ে তো মহম্মদ ভাই ছিলেন না? তুমি তো বলেছিলে দুবাইয়ের ভিসা তোমার কাছে নেই। পরে ভিসা কীভাবে পেলে? শামি:- হ্যাঁ শামি:- হ্যাঁ। ভিসা করিয়েছিলাম... হাসিন: কার থেকে টাকা নেওয়ার কথা ছিল? শামি: মহম্মদ ভাই টাকা পাঠিয়েছিল। সেই টাকা নেওয়ার কথা ছিল... হাসিন: কার থেকে ? শামি: আলিশবার থেকে
স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মুখ খোলেন মহম্মদ শামিও। সন্তানের জন্য হাসিনের সঙ্গে যে কোনও জায়গায় আলোচনায় বসতে রাজি তিনি ৷ সেটা জানান ভারতীয় পেসার। দু’পক্ষ এখনও মুখোমুখি হননি। তাই মিঞাঁ-বিবির দাম্পত্যের ভবিষ্যৎ কী ? তা এখনও স্পষ্ট নয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hasin Jahan, Mohammad Shami