corona virus btn
corona virus btn
Loading

দুর্দান্ত হাশিম আমলা ! ভেঙে দিলেন বিরাটের রেকর্ড

দুর্দান্ত হাশিম আমলা ! ভেঙে দিলেন বিরাটের রেকর্ড
Photo: AP

নিজের কেরিয়ারে আরও একটা রেকর্ড গড়তে সফল হাশিম আমলা ৷

  • Share this:

#লন্ডন: নিজের কেরিয়ারে আরও একটা রেকর্ড গড়তে সফল হাশিম আমলা ৷ তিনি যে শুধু টেস্টেই নন, সীমিত ওভারের ক্রিকেটও একজন ‘ক্লাস’ ব্যাটসম্যান ৷ সেটা সম্প্রতি আইপিএলেও দেখা গিয়েছে ৷ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দু-দু’টো দুর্দান্ত সেঞ্চুরিও করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার ৷ ইংল্যান্ডে এসেও নিজের ফর্ম বজায় রেখেছেন আমলা ৷

সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে-তে দ্রুততম সাত হাজার রান পূর্ণ করলেন তিনি ৷ এর ফলে  বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দিতে সফল আমলা ৷ ভারত অধিনায়ককে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন হাশিম আমলা।

একদিনের ক্রিকেটে ১৫৫টা ম্যাচ খেলে ৭০০০ রান পূর্ণ করলেন আমলা। এর আগে ১৬২ ম্যাচ খেলে সাত হাজার রান করেছিলেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের থেকে আমলা ১১টা ম্যাচ কম খেলেই সাত হাজার রানে পৌঁছলেন তিনি। শুধু সাত হাজার রানেই নয়, দ্রুততম ২০০০,৩০০০,৪০০০,৫০০০ এবং ৬০০০ রানের রেকর্ডও আমলারই দখলে ৷

First published: May 30, 2017, 3:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर