#সুরাত: চার মাসের বেশি সময় বাড়ির মুখ দেখেননি হার্দিক পাণ্ডিয়া৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার৷ অবশেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন পাণ্ডিয়া৷
বছর শেষে একদম ছুটির মেজাজে রয়েছেন তিনি৷ স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ ও এবং ছেলে অগস্ত্যকে নিয়ে ক্রিসমাস সেলিব্রেট করলেন তিনি৷ সান্তা ক্লজের সাজে পাণ্ডিয়াকে দেখতে লাগছে একদম অন্যরকম৷ অগস্ত্যকেও খুদে সান্তা সাজিয়েছেন তিনি৷ অন্যদিকে নাতাশাকে চমকালেন পার্টিওয়্যারে৷
View this post on Instagram
View this post on Instagram
হার্দিককে শেষবার দেশের জার্সিতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে৷ টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলে তিনি দেশে ফেরার বিমান ধরেছেন৷ গতবছর পিঠের অস্ত্রোপচারের পর থেকে হার্দিক আর বল করেননি৷ ২০ ও ৫০ ওভারের সিরিজে তিনি দলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই আলো ছড়িয়েছেন৷ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাণ্ডিয়া সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি৷ ১০৫ এর গড়ে ২১০ রান করেন তিনি৷ একই ফর্মে ছিলেন টি-২০ ফর্ম্যাটেও৷ সিরিজ সেরার পুরস্কার ওঠে তাঁর হাতেই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas, Hardik Pandya