#বরোদা: দু'সপ্তাহ হল বাবাকে হারিয়েছেন হার্দিক পাণ্ডিয়া৷ প্রিয় মানুষের মৃত্যুর শোক যেন কাটিয়ে উঠতে পারছেন না টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার৷ বারবার বাবার সঙ্গে কাটান মুহূর্তগুলো ফিরে ফিরে আসছে তাঁর মনে৷ শনিবার ফের একটা বাবার ছবি ও ভিডিও-র কোলাজ করে পোস্ট করলেন হার্দিক৷
আসলে বাবা তো নয়, হিমাংশু পাণ্ডিয়া ঠিক যেন ছিলেন বন্ধু, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি৷ দুই ভাই, হার্দিক-ক্রুনালকে ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত করার নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন হিমাংশুই৷ বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হার্দিক৷
এদিন ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে যে পোস্ট তিনি করলেন, সেখানে দেখা যাচ্ছে কখনও বাবার বুকে মাথা রেখে তাঁকে জড়িয়ে ধরছেন তো কখনও বাবার ছবি বুকে জড়িয়ে বসে আছেন তিনি৷ হার্দিকের পোস্ট দেখলে চোখ ভিজবে৷
To dad ❤️ pic.twitter.com/9eSvF4TPmt
— hardik pandya (@hardikpandya7) January 23, 2021
গত সপ্তাহে হার্দিক বাবাকে নিয়ে একটি আবেগপ্রবণ নোট লিখেছিলেন, তিনি ইনস্টা পোস্টে লিখেছিলেন, "আমার বাবা ও আমার নায়ককে বলতে চাই, তোমাকে হারিয়ে ফেলেছি৷ জীবনে এটা মেনে নেওয়া সবচয়ে কঠিন৷ তুমি আমাদের অসাধারণ সব স্মৃতি দিয়েছ৷ সেটা ভাবলেই তোমার হাসি মুখটা মনে পড়ে যাচ্ছে৷ তোমার ছেলেরা শুধুমাত্র তোমার জন্য আজ এখানে দাড়িয়ে আছে৷ তোমার নাম সবার ওপরে থাকবে৷ কিন্তু আমি একটা জিনিস জানি৷ তুমি যেভাবে আমাদের দেখেছ, ঠিক সেভাবেই ওপর থেকেও দেখবে৷ তুমি আমাদের জন্য গর্বিত ছিলে, আর আমরাও তোমার জন্য গর্বিত যেভাবে তুমি তোমার জীবন কাটিয়েছ৷ গতকালই বলেছি, শেষ যাত্রা, শান্তিতে বিশ্রাম নিও আমার রাজা৷ জীবনের প্রতিটি দিন তোমাকে মিস করব৷ তোমাকে ভালবাসি বাবা৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya