হোম /খবর /খেলা /
বাবার ছবি বুকে জড়িয়ে বসে আছেন হার্দিক পাণ্ডিয়া, ভিডিও দেখলে ভিজবে চোখ

বাবার ছবি বুকে জড়িয়ে বসে আছেন হার্দিক পাণ্ডিয়া, ভিডিও দেখলে ভিজবে চোখ

Hardik Pandya Shares Touching Video As Tribute To His Late Father

Hardik Pandya Shares Touching Video As Tribute To His Late Father

দু'সপ্তাহ হল বাবাকে হারিয়েছেন হার্দিক পাণ্ডিয়া৷ প্রিয় মানুষের মৃত্যুর শোক যেন কাটিয়ে উঠতে পারছেন না টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার৷ বারবার বাবার সঙ্গে কাটান মুহূর্তগুলো ফিরে ফিরে আসছে তাঁর মনে৷ শনিবার ফের একটা বাবার ছবি ও ভিডিও-র কোলাজ করে পোস্ট করলেন হার্দিক৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#বরোদা: দু'সপ্তাহ হল বাবাকে হারিয়েছেন হার্দিক পাণ্ডিয়া৷ প্রিয় মানুষের মৃত্যুর শোক যেন কাটিয়ে উঠতে পারছেন না টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডার৷ বারবার বাবার সঙ্গে কাটান মুহূর্তগুলো ফিরে ফিরে আসছে তাঁর মনে৷ শনিবার ফের একটা বাবার ছবি ও ভিডিও-র কোলাজ করে পোস্ট করলেন হার্দিক৷

আসলে বাবা তো নয়, হিমাংশু পাণ্ডিয়া ঠিক যেন ছিলেন বন্ধু, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি৷ দুই ভাই, হার্দিক-ক্রুনালকে ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত করার নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন হিমাংশুই৷ বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হার্দিক৷

এদিন ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে যে পোস্ট তিনি করলেন, সেখানে দেখা যাচ্ছে কখনও বাবার বুকে মাথা রেখে তাঁকে জড়িয়ে ধরছেন তো কখনও বাবার ছবি বুকে জড়িয়ে বসে আছেন তিনি৷ হার্দিকের পোস্ট দেখলে চোখ ভিজবে৷

গত সপ্তাহে হার্দিক বাবাকে নিয়ে একটি আবেগপ্রবণ নোট লিখেছিলেন, তিনি ইনস্টা পোস্টে লিখেছিলেন, "আমার বাবা ও আমার নায়ককে বলতে চাই, তোমাকে হারিয়ে ফেলেছি৷ জীবনে এটা মেনে নেওয়া সবচয়ে কঠিন৷ তুমি আমাদের অসাধারণ সব স্মৃতি দিয়েছ৷ সেটা ভাবলেই তোমার হাসি মুখটা মনে পড়ে যাচ্ছে৷ তোমার ছেলেরা শুধুমাত্র তোমার জন্য আজ এখানে দাড়িয়ে আছে৷ তোমার নাম সবার ওপরে থাকবে৷ কিন্তু আমি একটা জিনিস জানি৷ তুমি যেভাবে আমাদের দেখেছ, ঠিক সেভাবেই ওপর থেকেও দেখবে৷ তুমি আমাদের জন্য গর্বিত ছিলে, আর আমরাও তোমার জন্য গর্বিত যেভাবে তুমি তোমার জীবন কাটিয়েছ৷ গতকালই বলেছি, শেষ যাত্রা, শান্তিতে বিশ্রাম নিও আমার রাজা৷ জীবনের প্রতিটি দিন তোমাকে মিস করব৷ তোমাকে ভালবাসি বাবা৷"

Published by:Subhapam Saha
First published:

Tags: Hardik Pandya