#বরোদা: পরিবারের সঙ্গে চেন্নাই উড়ে গেলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)৷ আগামী ৫ ও ১৩ ফেব্রুয়ারি চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড (IND VS ENG) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু'টি ম্যাচ৷ দীর্ঘদিন পর টেস্ট দলে পাণ্ডিয়া৷ বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটার তাঁর ছোট্ট ছেলে অগস্ত্যকে কোলে নিয়ে বিমানে বসে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷
পাণ্ডিয়া এই আদুরে ছবির ক্যাপশন দিয়েছেন, "আমার ছেলের প্রথম বিমান যাত্রা৷" এই ছবি দেখা মাত্রই নেটিজেনদের মন ভরে গিয়েছে৷ অগস্ত্যর মা ও হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ (Natasa Stankovic) একাধিক রেড হার্ট ইমোজি দিয়েছেন৷ সবার আগে এই ছবিতে নিজের ভালবাসা জানিয়েছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান৷ বলাই বাহুল্য টুইটার এবং ইনস্টাগ্রামে এই ছবি ঝড় তুলে দিয়েছে৷
My boy’s first flight ❤️ pic.twitter.com/RMX9dMIyoe
— hardik pandya (@hardikpandya7) January 28, 2021
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই৷ জাতীয় সিনিয়র দলের নির্বাচকরা প্রথম দু'টি টেস্টের জন্য ১৮ সদস্যের দল বেছে নিয়েছিলেন৷বায়োবাবল প্রটোকল মেনেই চলবে সিরিজ৷ চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও চতুর্থ তথা শেষ টেস্ট হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে৷ এই মুহূর্তে দর্শক সংখ্যার নিরীখে এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম৷ ভারতে পূর্ণাঙ্গ সিরিজ (চারটি টেস্ট, পাঁচটি টি-২০ ও তিনটি ওয়ানডে) খেলবে ইংল্যান্ড৷
প্রত্যাশা মতোই জো রুটদের বিরুদ্ধে ফের ক্যাপ্টেনসির ব্যাটন উঠছে টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির হাতেই৷ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন তিনি৷ ছুটি কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন তিনি৷ অন্যদিকে চোটের জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া হয়নি টিম ইন্ডিয়ার সিনিয়র পেসার ইশান্ত শর্মার৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারে আগুনে পারফরম্যান্স দেওয়া পাণ্ডিয়া টেস্টে সুযোগ পাননি৷ এবার নির্বাচকরা তাঁকে নিয়েই টেস্ট দল সাজিয়েছেন৷ ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদ্যাম্পটনে পাণ্ডিয়া শেষবার টেস্ট খেলেছিলেন৷
২০্১৯ এর শেষ দিকে হার্দিকের পিঠে অস্ত্রোপচার হয়েছিল, যার জন্য তাঁকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে দূরে থাকতে হয়েছিল৷ তবে হার্দিক এখন চোট সারিয়ে পুরো ফিট৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে তিনি তা বুঝিয়ে দিয়েছেন৷