Eron Roy Burman
#মুম্বই: নতুন বছরের প্রথমদিনের বিগ ব্রেকিং। সার্বিয়া যুক্ত হল ভারতে! অবাক হওয়ার কিছু নেই। সার্বিয়ান অভিনেত্রীর সাথে এনগেজমেন্ট সারলেন ভারতীয় ক্রিকেটার। ২০২০ শুরুতেই টি২০ মেজাজে হার্দিক পান্ডিয়া। খুল্লাক খুল্লা এনগেজমেন্ট ঘোষণা। সঙ্গে হিন্দি গানের চেনা লাইন। ম্যায় তেরা, তু মেরি জানে সারা হিন্দুস্তান। ভারতীয় ক্রিকেটারের বিদেশি বউ। ইনস্ট্রগ্রামে একের পর এক ছবি পোস্ট পান্ডিয়ার। হার্দিকের বুকে শুয়ে নাতাশা স্টানকোভিচ। হাতে ওয়াইন গ্লাস। পরনে সাদা-কালো কোর্ট। ২৭ বছরের এই অভিনেত্রীর রিং ফিংগারে হিরের আংটি। লাল-সাদা বেলুনে মোড়া স্পিডবোর্ড। সমুদ্রের মাঝেই এনগেজমেন্ট।
বাকি ছবিতে হার্দিকে গলা জড়িয়ে রয়েছেন নাতাশা। হার্দিকের গালে হাত। দুজনের স্মাইলি লুক। লাল-হলুদ গোলাপের তোরা উঁকি দিচ্ছে ছবিতে। কোনও ছবিতে হার্দিকের প্রায় কোলে ওঠে পড়েছেন নাতাশা। এনগেটমেন্ট সেরেই নিউজিল্যান্ড পারি দেবেন হার্দিক ভারতীয় এ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলতে। চোট সারিয়ে মাঠে ফিরতে মরিয়া ভারতীয় অলরআউন্ডার। তার মধ্যেই জীবনে ছক্কা হাঁকালেন হার্দিক।View this post on InstagramView this post on InstagramMai tera, Tu meri jaane, saara Hindustan. 01.01.2020 #engaged
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, Natasa Stankovic