#মুম্বই: সাসপেন্ড হওয়া দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ক্রিকেট ভবিষ্যত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ৷ দুই ক্রিকেটারের শাস্তি কতটা ‘বড়সড়’ হওয়া উচিৎ তা নিয়ে খোদ বিসিসিআই-এর মধ্যেও মতবিরোধ রয়েছে ৷
এরই মাঝে বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন দুই ক্রিকেটারই ৷ টিভি শো-তে ‘সেক্সিস্ট কমেন্ট’ করার অপরাধে হার্দিক এবং রাহুল দু’জনকেই শো-কজ করেছিল বোর্ড ৷ করণ জোহরের টক শো-তে বেলাগাম অশালীন মন্তব্যের জেরে আপাতত সাসপেন্ড দুই ক্রিকেটারই ৷
শেষপর্যন্ত সেই কাণ্ডে ক্ষমা চেয়ে নিলেন তাঁরা ৷ সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স (CoA) প্রধান বিনোদ রাই জানিয়েছেন, বিসিসিআই-র উচিৎ দুই ক্রিকেটারের কেরিয়ার শেষ না করে তাঁদের ভুল শোধরানোর চেষ্টা করা ৷
হার্দিক-রাহুলরা ক্ষমা চেয়ে নিলেও বোর্ড কর্তারা দুই ক্রিকেটারের ভবিষ্যত নির্ধারণের জন্য একটি বিশেষ সাধারণ সভা আয়োজনের দাবি করেছেন ৷ আরেক CoA সদস্য ডায়না এডুলজি চেয়েছেন CoA এবং বিসিসিআই অফিস-বেয়ারারদের দিয়েই ঘটনার একটা তদন্ত হওয়া প্রয়োজন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Hardik Pandya, KL Rahul