#মুম্বই: তিনি এখন ভারতীয় ক্রিকেটের নতুন হার্টথ্রব ৷ দুরন্ত ফর্মে রয়েছেন ৷ তাঁর এক একটা বিগ হিটের ফ্যান আট থেকে আশি প্রত্যেকেই ৷ তিনি হার্দিক পাণ্ডিয়া ৷ তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম গুঞ্জন হয়নি ৷ প্রতিনিয়তই নতুন নতুন মডেল-অভিনেত্রীদের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ৷ হার্দিকের বান্ধবী কে ? তা জানতে উৎসাহের কোনও খামতি নেই তাঁর ফ্যান-ফলোয়ারদের মধ্যে ৷
বেশ কয়েক দিন ধরেই হার্দিকের সঙ্গে এক মহিলার ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি পোস্ট করেছিলেন হার্দিকের এক ফ্যানই ৷ হার্দিকের নামের অন্য এটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় সেই ছবি ৷ সেখানে হার্দিকের সঙ্গে যে মহিলার ছবি রয়েছে, তিনি কে ? তা জানার জন্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে ছবিটি ৷
তবে, রহস্য আর না বাড়িয়ে নিজেই টুইট করে এই রহস্যের সমাধান করেন হার্দিক ৷ তিনি লেখেন ‘‘মেয়েটি আর কেউ নয়, আমার বোন !’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Hardik Pandya, Hardik Sister, Mystery Solved, Photo Mystery