মুম্বই: হার্দিক পান্ডিয়া এমনি ভারতের হয়ে টেস্ট খেলেন না। কিন্তু গুরুত্বের কথা ভেবে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতেন, এমন একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। জুনের গোড়ায় ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দেখার আশায় অনেকে। তবে আপাতত পাঁচদিনের ফরম্যাটে নামতে চাইছেন না তিনি।
বৃহস্পতিবার প্রচারমাধ্যমের সামনে হার্দিক বলেছেন, নীতির প্রশ্নে আমি অত্যন্ত দৃঢ়। টেস্ট দলে আসার জন্য এক শতাংশও পরিশ্রম করিনি। তাই অন্য কারও জায়গা নেওয়া আমার মতে অনৈতিক হবে। টেস্ট ক্রিকেট খেলতে হলে সবার আগে পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা পাকা করতে হয়। যেহেতু আমি সেই প্রচেষ্টা দেখাইনি, তাই ওভালে ফাইনালে খেলব না।
Hardik Pandya said, "if I want to play Test cricket, I'll go through the grind and earn my spot. Hence I'll not be available for the WTC final or future Test series until I feel that I've earned my spot".
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 16, 2023
অদূর ভবিষ্যতেও তেমন সম্ভাবনা নেই। যখন নিজেকে টেস্ট খেলার যোগ্য মনে করব, তখনই খেলব। চোটের তালিকায় রয়েছেন যশপ্রীত বুমরাহও। সদ্য নিউজিল্যান্ডে পিঠে অস্ত্রোপচার হয়েছে তাঁর। বছরের শেষে একদিনের বিশ্বকাপে তাঁকে খেলাতে মরিয়া ভারতীয় দল। হার্দিক বলেছেন, বেশ কিছুদিন ধরেই ও খেলার বাইরে
। তবে আমাদের বোলাররা নিজেদের দায়িত্ব ভালোই পালন করছে। ওরা সবাই অভিজ্ঞ, অনেক ম্যাচ খেলেছে। তবে বুমরাহ থাকা মানে বিশাল বড় ভরসা। ও একাই তফাত গড়ে দিতে পারে। যদিও ওর অভাব বাকিরা বুঝতে দেবে না বলেই আমার ধারণা। হার্দিক জানিয়ে দিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাকে প্রয়োজন হবে না ভারতের। যারা আছে তারাই যথেষ্ট। তাতেই ভারত জয়ের সম্ভাবনা রাখে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, Wtc final