#মুম্বই: সুখবরটা যে খুব তাড়াতাড়ি আসছে ৷ তা কয়েক মাস আগেই শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ লকডাউনের মধ্যেই বিয়েটাও সেরে ফেলেছিলেন বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ৷ আর সেদিনই জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সন্তানসম্ভবা ৷ বৃহস্পতিবার ৩০ জুলাই সুখবরটা এল মুম্বইয়ের পান্ডিয়া পরিবারের তরফ থেকে ৷ বাবা হলেন হার্দিক ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন স্ত্রী নাতাশা ৷ ইনস্টাগ্রামে ছেলের ছবি শেয়ার করে সুখবরটা নিজেই জানান হার্দিক ৷
View this post on Instagram
হার্দিক জানিয়েছেন, মা ও ছেলে দু’জনেই সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে হাত রেখে ছবি পোস্ট করে জীবনের সেরা মুহূর্ত শেয়ার করলেন ভারতীয় অলরাউন্ডার। এর আগে গত ৩১ মে হার্দিক-নাতাশা জুটি তাঁদের সন্তান আসার সুখবর দিয়েছিলেন। সবাইকে অবাক করেই করোনার মাঝে ঘরোয়া রীতি মেনে বিয়ে সেরে ফেলেছিলেন এই হট কাপল। নিজেদের বিয়ে নিয়ে সেভাবে কোনও প্রচারই করেননি হার্দিক ও নাতাশা ৷ প্রেগন্যান্ট অবস্থায় হার্দিককে নিয়ে শুধু কিছু ফটোশ্যুট করেছিলেন নাতাশা ৷ সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভালমতোই ছড়িয়ে পড়ে ৷
View this post on Instagram
নিউ ইয়ারের দিন দুবাইয়ে সমুদ্রের মাঝে লাক্সারি ইয়ট ভাড়া করে নাতাশাকে প্রেম নিবেদন করেছিলেন হার্দিক। শেষপর্যন্ত করোনার জেরে লকডাউনে তাঁদের বিয়েটা হয়তো খুব ধুমধাম করে হয়নি ৷ বৃহস্পতিবার পুত্র সন্তান হওয়ার সুখবর দেন হার্দিক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya