#ইনদওর: হনুমা বিহারি হয়তো খুব বড় ব্যাটসম্যান নন। কিন্তু তার মানসিক জোর এবং ইচ্ছা নিয়ে সন্দেহ থাকতে পারে না। এর প্রমাণ তিনি আগেও দিয়েছেন। দাঁতে দাঁত চেপে লড়াই কাকে বলে আবার দেখিয়ে দিলেন। ২০২১ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে হ্যামস্ট্রিং নিয়ে খেলার সময় হনুমা বিহারী একই রকম সাহস দেখিয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে, তিনি হ্যামস্ট্রিং ব্যথার সঙ্গে লড়াই করছিলেন তবে তারপরেও ১৬১ বলে অপরাজিত ২৩ রান করেন হনুমা। রবিচন্দ্রন অশ্বিন যিনি অপরাজিত ৩৯ রান করেছিলেন, তাঁর সঙ্গে তিনি বাঁ হাতেই ব্যাট করেন এবং ম্যাচটি ড্র করেন এবং ভারতকে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে সাহায্য করেছিলেন।
অন্ধ্রের ব্যাটিং পতনের মধ্যে ডান হাতের হনুমা বিহারী বাঁ-হাতেই দলের স্কোরকে এগিয়ে নিয়ে গেলেন। হনুমা চোট পাওয়ার পরে উঠে গিয়েছিলেন। কিন্তু দলের স্কোর যখন ৩৫৩ রানে ৯ উইকেট ছিল সেই সময়ে হনুমা বিহারি বাঁ হাতে ব্যাট করতে নামেন ও দলের স্কোরকে ৩৭৯ রানে নিয়ে যান। এই সময়ে ২৯ বছর বয়সী ব্যাটার আভেশ খান এবং কুমার কার্তিকেয়ের বলে দুটি চারও মেরেছিলেন।
Hanuma vihari batting with left hand due to the fracture of his wrist pic.twitter.com/qywEd31S5o
— cric_mawa (@cric_mawa_twts) February 1, 2023
হোলকার ক্রিকেট স্টেডিয়ামে খেলার প্রথম দিনে আভেশের একটি বাউন্সারের আঘাত পেয়েছিলেন বিহারী। এর ফলে তিনি মাঠ থেকে উঠে যান তিনি। কিন্তু সব কিছু ছাপিয়ে তার বাহাতি ব্যাটিং আলোচনার কেন্দ্রে। ৩২৩/২ থেকে, অন্ধ্র ৩৫৩/৯ এ পিছিয়ে যায় এবং তখনই বিহারী আবার ব্যাট করার সিদ্ধান্ত নেন। শেষপর্যন্ত ২৭ করে জইনের বলে এলবি হয়ে যান তিনি। মোট ৩৭৯ করে অন্ধ্র।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ranji Trophy