ইন্দোর: ভাঙা হাত নিয়ে দলকে বাঁচাতে ব্যাট করেছেন। ডান হাতি ব্যাটার হয়ে বাঁ হাতে যতটা সম্ভব লড়াই করেছেন। তাও আবার এক হাতে ব্যাট করে। বুধবারই রঞ্জি ট্রফির ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারির এই লড়াই সকলের কুর্নিশ আদায় করে নিয়েছে। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় ক্রিকেটারের এহেন লড়াকু মানসীকতার ভিডিও। তবে একবার নয়, দলের প্রয়োজনে দ্বিতীয় ইনিংসেও সেই একই কাণ্ড ঘটালেন হনুমা বিহারি।
প্রথম ইনিংসে আবেশ খানের বলে কব্জিতে চোট পেয়েছিলেন হনুমা। যন্ত্রণাকাতর অবস্থায় মাঠ ছাড়েন তিনি। কিন্তু দলের স্কোর যখন ৩৫৩ রানে ৯ উইকেট ছিল সেই সময়ে হনুমা বিহারি বাঁ হাতে ব্যাট করতে নামেন ও দলের স্কোরকে ৩৭৯ রানে নিয়ে যান। এই সময়ে ২৯ বছর বয়সী ব্যাটার আভেশ খান এবং কুমার কার্তিকেয়ের বলে দুটি চারও মারেন। শেষপর্যন্ত ২৭ করে জইনের বলে এলবি হয়ে যান হনুমা বিহারি।
Do it for the team. Do it for the bunch. Never give up!! Thank you everyone for your wishes. Means a lot!! pic.twitter.com/sFPbHxKpnZ
— Hanuma vihari (@Hanumavihari) February 1, 2023
প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ বেশি রান করতে পারেনি। ২২৮ রানে শেষ হযে এমপি-র ইনিংস। ১৫১ রানের লিড পায় অন্ধ্রপ্রদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় ঘটে অন্ধ্রের। ৭৬ রানেই ৯ উইকেট পড়ে যায়। তাই দলের প্রয়োজনে ফের শেষ উইকেটে ব্যাট করতে নামেন হনুমা বিহারি। বাঁ-হাতে ব্যাট করে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৫ রানের কার্যকরী যোগদান রাখেন হনুমা। ৯৩ রানে অলআউট হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। ২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর বিনা উইকেটে ৫৮।
আরও পড়ুনঃ Lionel Messi: অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি! আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে?
প্রসঙ্গত, এই প্রথম নিজের সাহসিকতা ও লড়াকু মানসীকতার পরিচয় দিলেন হনুমা বিহারি এমনটা নয়। ২০২১ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে হ্যামস্ট্রিং নিয়ে খেলার সময় হনুমা বিহারী একই রকম সাহস দেখিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে, তিনি হ্যামস্ট্রিং ব্যথার সঙ্গে লড়াই করছিলেন। তারপরেও ১৬১ বলে অপরাজিত ২৩ রান করেন হনুমা। রবিচন্দ্রন অশ্বিন যিনি অপরাজিত ৩৯ রান করেছিলেন। দুজনে ম্যাচ বাঁচিয়েছিলেন ভারতের জন্য। এবার পরপর দু দিন দলের প্রয়োজনে যেভাবে ভাঙা হাত নিয়ে ব্যাট করলেন হনুমা তাতে ধন্য ধন্য করছেন সকলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Andhra Pradesh, Madhya Pradesh, Ranji Trophy