• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • অভিষেক হল হনুমা বিহারীর,বিদায়ী টেস্টে অ্যালিস্টার কুককে সম্মান দিল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিও

অভিষেক হল হনুমা বিহারীর,বিদায়ী টেস্টে অ্যালিস্টার কুককে সম্মান দিল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিও

Photo Courtesy : BCCI

Photo Courtesy : BCCI

 • Share this:

  ওভাল: ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ৷ টেস্ট সিরিজ ইতিমধ্যেই পকেটে ঢুকে গেছে জো রুট ব্রিগেডের ৷ তবে এই টেস্ট তাদের কাছে বিশেষ কারণ প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক এবারই শেষ মাঠে নামলেন ৷

  TTTT

  এদিকে ভারত এই টেস্টে যদি একটা জয় পায় তাহলে সিরিজ না এলেও স্কোরলাইনটা একটু সম্মানীয় হবে যদি সিরিজ ৩-২ শেষ করতে পারে ভারত ৷ ওভাল টেস্টে দলে পৃথ্বী শ সুযোগ না পেলেও তরুণ অলরাউন্ডার হনুমা বিহারী সুযোগ পেলেন ৷

  Photo Courtesy : BCCI Photo Courtesy : BCCI

  হায়দরাবাদী এই ক্রিকেটার এই টেস্টে খেলছেন হার্দিক পান্ডিয়ার জায়গায় ৷ ৬৩ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি মোট রান ৫১৪২ ৷ আর সর্বোচ্চ অপরাজিত ৩০২ ৷

  এদিকে নিজের শেষ টেস্টে যখন কুক খেলতে নামেন তখন তাঁকে রাজকীয় মর্যাদায় মাঠে বরণ করে নেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা  ৷

  এদিন ফের টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিরিজ দখলে নিয়ে নেওয়া ইংল্যান্ড ৷

  First published: