#নাগপুর: দীপক ম্যাজিকে ময়দানে ভ্যানিশ বাংলাদেশ। মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে নয়া রেকর্ড রেকর্ড গড়লেন দীপক চাহার। নাগপুরে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে সিরিজ রোহিত শর্মার ভারতের।
এই ম্যাচে হ্যাটট্রিক দীপকের। তিন উইকেট অলরাউন্ডার শিবম দুবের। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের ব্যাটে ১৭৪ রান তোলে ভারত। কেএল রাহুল ৫২ রান করার পাশাপাশি ,আইয়ার আউট হন ৬২ রানে। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। মহম্মদ নইম ৮১ রান করেন। ম্যাচের ১৫ ওভারে পরপর দুটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘোরান শিবম দুবে। বাকি কাজটা করলেন দীপক চাহার। টি টোয়েন্টির ইতিহাসে নজির গড়ার দিনে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক দীপক চাহারের।
.@deepak_chahar9 today became the first Indian to pick up a hat-trick in T20Is pic.twitter.com/qNctKUVgmF
— BCCI (@BCCI) November 10, 2019
বোলারদের পারফরম্যান্সে স্বভাবতই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে ট্রফি হাতে তিনি বলেন, ‘‘বোলাররাই আজ ম্যাচটা জিতিয়ে দিল। শিশির পড়ছিল, তাই মাঝের ওভারগুলিতে কী হবে তা নিয়ে চিন্তায় ছিলাম। এক সময়ে আট ওভারে ৭০ রান তুলতে হত বাংলাদেশকে। যা বিপক্ষের কাছে অনেকটাই ভাল পরিস্থিতি ছিল। এ রকম কঠিন পরিস্থিতিতে দলকে জেতানোটা অবশ্যই বড় ব্যাপার। আমার মতে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা ভারতীয় দলের সেরা প্রত্যাবর্তন। প্রথম আট ওভারে আমরা ঠিক ছন্দে খেলতে পারিনি। তার পরে ছেলেদের আমাদের জার্সি দেখিয়ে বলি, আমরা দেশের জন্য খেলি। এর পরেই ছেলেরা ম্যাচটা দুর্দান্ত ভাবে বার করে আনে।’’
শুধু সিরিজ নয়, আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পরীক্ষানিরিক্ষা করে ভারতের প্রাপ্তি অনেক কিছুই। দীপক চাহার, শ্রেয়স আইয়ার, শিবম দুবেরা আশ্বাস দিলেন, তৈরি বিকল্পরাও। তবে কিছুটা খিঁচ রয়ে গেল উইকেটকিপার ঋষভ পন্থকে নিয়ে।