হোম /খবর /খেলা /
লক্ষ্য প্লে অফ! আজ সানরাইজার্সকে উড়িয়ে দিতে প্রস্তুত গুজরাত টাইটানস

GT vs SRH: লক্ষ্য প্লে অফ! আজ সানরাইজার্সকে উড়িয়ে দিতে প্রস্তুত গুজরাত টাইটানস

আজ আইপিএলে গুজরাত বনাম সানরাইজার্স

আজ আইপিএলে গুজরাত বনাম সানরাইজার্স

  • Share this:

আহমেদাবাদ: আজ রাতে কঠিন লড়াই অপেক্ষা করছে সানরাইজার্স দলের জন্য। আহমেদাবাদের মাঠে পিছিয়ে থেকেই শুরু করবে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মার্করামদের যেহেতু কিছু হারানোর নেই, তাঁরা আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ফল অন্যরকম হতেও পারে। সানরাইজার্সের ব্যাটিংয়ে বড় ভরসা হেনরিখ ক্লাসেন, অধিনায়ক আইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী ও আব্দুল সামাদ।

ওপেনিং সেভাবে জমাট বাঁধছে না। বোলিংয়ে ভরসা পেসার ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও স্পিনার মারকাণ্ডে। গত ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে কিছুটা চাপে হার্দিক ব্রিগেড। শুক্রবার কোনও কিছুই ঠিক হয়নি। ডুবিয়েছিল ব্যাটিং। ঋদ্ধিমান সাহা থেকে শুভমান গিল, এমনকী হার্দিক পান্ডিয়াও বড় রান পাননি। নাহলে ২১৯ রানের টার্গেট চেজ করতে সমস্যা হত না গতবারের চ্যাম্পিয়নদের।

রশিদ খানের ৩২ বলে ঝোড়ো ৭৯ রানের ইনিংস অবশ্য এখনও ক্রিকেটপ্রেমীদের চোখে ভাসছে। বল হাতেও স্পিনের ভেল্কি দেখাচ্ছেন তিনি। এই ম্যাচেও রশিদই হয়তো ম্যাচের ভাগ্য ঠিক করে দেবেন। এছাড়া আছেন বিজয় শঙ্কর ও ডেভিড মিলার। পয়েন্ট তালিকায় প্রথম দু’টি স্থানে শেষ করতে পারলে ফাইনালে ওঠার বাড়তি সুযোগ মেলে।

আপাতত সেদিকেই চোখ গুজরাত টাইটান্সের। ১২ ম্যাচ খেলে তাদের ঝুলিতে ১৬ পয়েন্ট। প্লে-অফ মোটামুটি নিশ্চিত। সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করতে চাইছেন হার্দিক পান্ডিয়ারা। তবে সানরাইজার্স হায়দরাবাদও ক্ষীণ আশা জাগিয়ে রাখতে মরিয়া।

১১ ম্যাচে তাদের ঝুলিতে আপাতত ৮ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে শেষ করবে ব্রায়ান লারার প্রশিক্ষণাধীন দলটি। অঙ্কের বিচারে তখন প্লে-অফের শিকে ছিঁড়তে পারে হায়দরাবাদেরও। তবে ম্যাচটায় ৬০-৪০ ফেভারিট গুজরাত। সবকিছু ঠিকঠাক হলে তাদের জয় আটকানোর কথা নয়।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Gujarat titans, SRH