জয়পুর: এক কথায় বলতে গেলে গতবারের দুই ফাইনালিস্ট দলের লড়াই। এবারের আইপিএল এর প্রথম সাক্ষাতে গুজরাতকে হারিয়েছিল রাজস্থান। আজ শুক্রবার জয়পুরের মাঠে গিয়ে প্রতিশোধ নিতে পারে কিনা গতবারের চ্যাম্পিয়নরা সেটাই দেখার। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে রাজস্থানের সংগ্রহ ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে হার্দিকদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে রয়েছেন সঞ্জুরা।
তাই শুক্রবার জিতলেই আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসবেন তাঁরা। ঘরের মাঠে সেই সুযোগ নিশ্চিত ভাবেই হাতছাড়া করতে চাইবে না গত বারের রানার্সরা। সামনে যতই গত মরসুমের চ্যাম্পিয়নরা থাকুক। শেষ ম্যাচে দু’দলই হেরেছে। তাই জয়ে ফিরতে মরিয়া থাকবে উভয় পক্ষই। মহম্মদ শামির অনবদ্য পারফরম্যান্সও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতাতে পারেনি গুজরাতকে।
আরও পড়ুন – Dhoni: ধোনিকেও বোকা বানাতে পারত একমাত্র গৌতম গভীর! রহস্য ফাঁস করলেন ইরফান পাঠান
জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ ওভারে হেরে গিয়েছিলেন হার্দিকরা। অন্য দিকে, সঞ্জুরা ২১২ রান তুলেও শেষ ম্যাচ হেরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চহাল, কুলদীপ সেন, রবিচন্দ্রন অশ্বিনরা তাই শুক্রবার ঘরের মাঠে ম্যাচে দলকে জয় এনে দিতে মরিয়া। তাঁদের লড়াই হবে শুভমন গিল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, হার্দিকদের সঙ্গে।
Neighbors in town! 🔥
All you need to know as we hope to make it 2/2 vs GT in Jaipur today. 😍🗞️
— Rajasthan Royals (@rajasthanroyals) May 5, 2023
অন্য দিকে রাজস্থানের ব্যাটিংয়ে অধিনায়ক সঞ্জু ছাড়াও আছেন জস বাটলার, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়াররা আছেন। শামি ছাড়াও তাঁদের সামলাতে হবে রশিদ খান, নুর আহমেদদের। তবে রাজস্থানের জন্য চিন্তার খবর ধ্বংসাত্মক ব্যাটসম্যান বাটলার একেবারেই ছন্দে নেই। আজ ইংরেজ তারকা নিজের ছন্দে ফিরতে পারেন কিনা সেটাই দেখার। যদি ফিরতে পারেন তাহলে হার্দিক পান্ডিয়ার দলের কপালে দুঃখ আছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gujarat titans, Rajasthan Royals