• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • অনুপ্রেরণার অন্য নাম আব্দুল কালাম

অনুপ্রেরণার অন্য নাম আব্দুল কালাম

ভারতরত্ন ডঃ এপিজে আব্দুল কালাম ৷ ফাইল ছবি ৷

ভারতরত্ন ডঃ এপিজে আব্দুল কালাম ৷ ফাইল ছবি ৷

আজ প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতরত্ন ডঃ এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস ৷ তাঁর সম্পূর্ণ নাম আবুল ফকির জয়নুলাবেদি আব্দুল কালাম দেশের জন্য তাঁর অবদান যে কখনই ভোলা সম্ভব নয় তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা ৷

 • Share this:

  #নয়াদিল্লি: আজ প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতরত্ন ডঃ এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস ৷ তাঁর সম্পূর্ণ নাম আবুল ফকির জয়নুলাবেদি আব্দুল কালাম দেশের জন্য তাঁর অবদান যে কখনই ভোলা সম্ভব নয়, আজ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা ৷ তিনিই দেশকে প্রথম মিসাইল উপহার দিয়েছিলেন ৷ নাসা থেকে চাকরির প্রস্তাব এলেও ইসরোকেই তিনি নিজের কর্মক্ষেত্র হিসাবে বেছে ছিলেন ৷ কালাম সাহেব শুধুই একজন স্বপ্রতিভ বিজ্ঞানী ছিলেন না ৷ অনেক পরিচয়ের মধ্যেই তিনি একজন মহান শিক্ষক তথা শিক্ষাবিদ ছিলেন, পাশাপাশি তিনি সুবক্তা, দেশপ্রেমিক, সাহিত্যিক, সর্বোপরি তিনি ছিলেন ভাল মানুষ ৷ তিনি শিশুদের অত্যন্ত ভালবাসতেন ৷

  তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র পরিবারে ১৫ অক্টোবর ১৯৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন কালাম সাহেব ৷ শৈশবে দৈনিক সংবাদপত্র বিক্রি করেই নিজের লেখাপড়ার খরচ চালাতেন তিনি ৷ অভাব অভিযোগের কথা কখনই জানাননি বাবা, মাকে ৷ নির্লোভ মানসিকতাই তাঁর চরিত্রের অন্যতম উজ্জ্বল দিক ৷

  সারা জীবন ধরে আয় করেছিলেন বিপুল অর্থ তবে কোনও কিছুই নিজের জন্য সঞ্চিত রাখেননি ৷ সব কিছুই দান করে গিয়েছিলেন ৷ শিল্প, অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য, বিজ্ঞান সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ ছিল ৷ অপার জ্ঞানের অধিকারী ছিলেন কালাম সাহেব ৷ ২০০২ সালে বিজেপির তথা এনডিএর সমর্থনে দেশের ১১তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ৷

  মানবিকতাই তাঁর জীবনের শেষ কথা জাত, ধর্মা, বর্ণ কোনও কিছুকেই জীবনে প্রশ্রয় দিয়েছিলেন ৷ তাঁর মতে মানবিকতাই জীবনের শ্রেষ্ঠ উপহার ৷ সবাইকে মিলে মিশে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষামূলক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন ৷ এমন কী ২০১৫ সালে আইআইএম শিলং এ বক্তৃতা দেওয়ার সময়েই হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভারতেরই প্রাণ এপিজে আব্দুল কালাম ৷ রামেশ্বরমে পূর্ণ জাতীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল ৷ তিনি বলেছিলেন যেদিন সই অটোগ্রাফে পরিণত হবে সেদিনই বুঝতে পারবে তুমি সফল ৷ কিছুদিন আগেই এক হিন্দু মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে কালাম স্যারের মূর্তি ৷ এর থেকে বড় আর কী বা হতে পারে সাফল্যের নিদর্শন ৷

  আরও পড়ুন : গুরুতর অসুস্থ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি

  First published: