CWC 2019: বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা গেইলের, তাঁর শেষ ম্যাচ কবে ? জেনে নিন

Bangla Editor | News18 Bangla
Updated:Jun 26, 2019 09:32 PM IST
CWC 2019: বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা গেইলের, তাঁর শেষ ম্যাচ কবে ? জেনে নিন
Photo Source: Twitter
Bangla Editor | News18 Bangla
Updated:Jun 26, 2019 09:32 PM IST

#ম্যাঞ্চেস্টার: বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ৷ এর মধ্যেই অবসর ঘোষণা ক্রিস গেইলের। তবে বিশ্বকাপ নয়। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজের পরই ক্রিকেট থেকে অবসর নেবেন গেইল। অবসর আবহের মধ্যেই ম্যাঞ্চেস্টারে মাস্ট-উইন ম্যাচে হোল্ডাররা। রাসেল ছাড়াই কোহলিদের হারাতে মরিয়া ক্যারিবিয়ানরা।

Loading...

মাস্ট উইন ম্যাচ। হিটম্যান রাসেল নেই। তারই মধ্যে গেইলের অবসর ঘোষণা। গেইলের অবসর ঘোষণা কিছুটা পিছিয়ে যাওয়ায় অবাক অধিনায়ক জেসন হোল্ডার। তবে সেটা প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বুঝতে দিলেন না। সামনে টুর্নামেন্টের অপরাজিত থাকা ভারত। ইস্পাত কঠিন টাস্ক ক্যারিবিয়ানদের সামনে। টুর্নামেন্টে পূরান, হেটামায়াররা ভাল শুরুর পরও বড় ইনিংস তৈরি করতে পারেননি। বোলাররাও ধারাবাহিক নন। হেভিওয়েট বিরাটদের থেকে অনেকটা পিছিয়ে শুরু করবে ক্যারিবিয়ানরা। ১৯৯২-এর পর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে আর জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারের আকাশ পরিষ্কার থাকবে। তবে আকাশ মেঘলা হলে কাজে লাগতে পারেন স্পিনাররা। তবে সংশয় রয়েছে এভিন লুইসের ফিটনেস নিয়ে। চোট গুরুতর না হলেও ম্যাচের দিনই সিদ্ধান্ত নেওয়া হবে ক্যারিবিয়ান ওপেনারকে নিয়ে।

First published: 09:32:28 PM Jun 26, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर