#মুম্বই: বিশ্বকাপে হারের জের। এবার সানির তোপে বিরাটের অধিনায়কত্ব। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে নির্বাচকদেরই বিঁধলেন সুনীল গাভাসকর। এই কমিটির সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতাই নেই। নিজের কলামে তোপ কিংবদন্তির।
ম্যাঞ্চেস্টারে একটা হার। সেই সমালোচনা অব্যাহত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেও। এতদিন চুপ থাকার পর নিজের কলামে এমএসকে প্রসাদের জাতীয় নির্বাচন কমিটিকেই কাঠগড়ায় তুললেন সুনীল গাভাসকর। মুম্বইয়ে এক পত্রিকায় গাভাসকর লিখেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ সফরে দল তৈরির আগে উচিত ছিল নতুন অধিনায়ক ঠিক করা। উচিত ছিল অধিনায়ককে প্রশ্ন করা, কেন বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স খারাপ হল ? তা না করে খুব খারাপ পারফরম্যান্সের পরেও তাঁকেই অধিনায়ক পদে বহাল রাখা হল।’’
বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে এর আগেও সমালোচনার সামনে পড়ছেন প্রসাদরা। জবাবও দিয়েছেন। কিন্তু এবার সানির মতে, ‘‘এই নির্বাচন কমিটির সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতাই নেই। বরং অধিনায়কের উপর এই কমিটি বেশি নির্ভরশীল। যার ফলে, কেদার যাদব, দীনেশ কার্তিকদের মতো ক্রিকেটারদের বিশ্বকাপ দলে বয়ে বেড়াতে হয়।’’
অক্টোবরেই শেষ হয়ে যাচ্ছে এমএসকে প্রসাদের মেয়াদ। গাভাসকরের আশা, ভবিষ্যতে যাঁরা দায়িত্ব নেবেন, তাঁদের মেরুদণ্ড বলে বস্তু থাকবে। তাঁরা অত্যাধিক অধিনায়ক নির্ভর হবেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sunil Gavaskar, Virat Kohli