• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ‘মানসিকভাবে দুর্বল’, ‘অবসাদগ্রস্ত’ ছিলেন গৌতম গম্ভীর: বিস্ফোরক ভারতীয় দলের প্রাক্তন কোচ, পাল্টা গোতি-র

‘মানসিকভাবে দুর্বল’, ‘অবসাদগ্রস্ত’ ছিলেন গৌতম গম্ভীর: বিস্ফোরক ভারতীয় দলের প্রাক্তন কোচ, পাল্টা গোতি-র

Photo-AFP

Photo-AFP

 • Share this:

  #নয়াদিল্লি : ভারতের অন্যতম সর্বকালীন সেরা ওপেনার গৌতম গম্ভীর এই কথা বললে হয়ত খুব বেশি ক্রিকেট ফ্যান এর প্রতিবাদ করবেন না ৷ ভারতীয় দলের জার্সি গায়ে ২০১১ -র বিশ্বকাপের ফাইনালের তাঁর দুর্দান্ত নক এখনও ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে অমলিন ৷ অধিনায়ক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন কেকেআরের জার্সি গায়ে ৷ দু‘দু ‘বার কেকেআর কে আইপিএল চ্যাম্পিয়নও করেছেন তিনি ৷

  এদিকে প্যাডি আপ্টন যিনি একটা লম্বা সময় ভারতীয় দলের মানসিক কন্ডিশানিং কোচ ৷ তিনি নিজের সদ্য প্রকাশিত হওয়া বইয়ে গৌতম গম্ভীরের এই অন্য চরিত্রের কথা লিখেছেন ৷  তিনি লিখেছেন ১৫০ রান করেও গোতি অস্থির থাকতেন ৷ মানসিকভাবে কোনও নিশ্চিন্ত অনুভব করতেন না ৷ আপটনের নতুন বইয়ের নাম ‘দ্য বেয়ার ফুট কোচ ’৷ সেখানে তিনি লিখেছেন কীভাবে খালি নিজের ভুল নিয়ে উষ্মা প্রকাশ করতেন গম্ভীর ৷ তিনি আরও লিখেছেন ইন্টারন্যাশানাল ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিলেন ২০০৯ সালে ৷ সে সময়ে তাঁর সঙ্গে কাজ করতেন আপটন ৷ কিন্তু এতবড় মাপের ক্রিকেটাররে সেরা সেশন নেওয়া সত্বেও এটা তাঁর ওপর কম প্রভাবই ফেলতে পেরেছিল ৷

  pADY

  আরও পড়ুন - #IPL2019: বড় শাস্তির মুখে প্রীতির দল, আইপিএল থেকে কী নির্বাসিত হতে চলেছে কিংস, জেনে নিন বিস্তারিত

  এদিকে গৌতম গম্ভীর অবশ্য এই বিশেষণ পাওয়ার পর চুপ করে থাকতে রাজি নন ৷ তিনি জানিয়েছেন , তিনি ১৫০ রান করার পর অতৃপ্ত থাকতেন কারণ দেশের জন্য সেরাটা দিতে চাইতেন ৷

  এদিকে আপটন বলেছেন , কার্স্টেন বা তিনি অনেক চেষ্টা করেও গোতিকে নেগেটিভিটি ও অবসাদগ্রস্তই থাকতেন ৷

  আরও দেখুন
  First published: