হোম /খবর /খেলা /
Gambhir T20 : ভারতের তুলনায় অনেক পিছিয়ে পাকিস্তান, মত গম্ভীরের

Gambhir T20 : ভারতের তুলনায় অনেক পিছিয়ে পাকিস্তান, মত গম্ভীরের

ভারতের তুলনায় পিছিয়ে পাকিস্তান মনে করেন গম্ভীর

ভারতের তুলনায় পিছিয়ে পাকিস্তান মনে করেন গম্ভীর

Gautam Gambhir thinks Pakistan will be under pressure in T20 world cup. ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে। তবে পাকিস্তানের ওপর চাপ থাকবে বলেন গম্ভীর

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: নিজের ক্রিকেট জীবনে এই ম্যাচটা এলে দারুণ উত্তেজিত থাকতেন তিনি। সব সময় যেন আলাদা মোটিভেশন নিয়ে মাঠে নামতেন। সামনে পাকিস্তান মানে গৌতম গম্ভীর অন্য মেজাজে। কখনও শাহিদ আফ্রিদি, কখনও কামরান আকমল, মাঠের ভিতরে বিভিন্ন সময় কথা কাটাকাটিতে জড়িয়েছেন তিনি। হৃদয় দিয়ে খেলতেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে। সেই গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন কী হতে চলেছে আসন্ন ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে।

আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। সেই ম্যাচে পাকিস্তান চাপে থাকবে বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে গম্ভীর বলেন, 'আমি নিশ্চিত পাকিস্তানের ওপর অনেক বেশি চাপ থাকবে কারণ বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে ৫-০ তে এগিয়ে ভারত। ভারতের ওপর চাপ থাকবে কি-না এমন কথা আমাদের বলা উচিত না, বরং পাকিস্তানের ওপর অনেক চাপ থাকবে।'

পাকিস্তান চাপে থাকলেও টি-টোয়েন্টিতে যেকোনো কিছু ঘটতে পারে স্বীকার করেছেন গম্ভীর। তিনি বলেন, 'এই মুহূর্তে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে। আফগানিস্তানের মতো দলগুলো অঘটন ঘটাতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা। তবে পাকিস্তানের ওপর চাপ থাকবে।'

তবে ভারতীয় দল কোনও প্রতিপক্ষকে হালকা করে নেবে না নিশ্চিত তিনি। অতীতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারতকে হারতে হয়েছে। তাই গম্ভীর মনে করেন এবার চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। কিন্তু খাতায়-কলমে শক্তিশালী দল থাকা, আর মাঠে নেমে পারফর্ম করার ভেতর অনেক পার্থক্য। কিন্তু ভারতীয় দলের অভিজ্ঞতা এবং রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে চ্যাম্পিয়ন না হলে সেটাই হবে অঘটন।

গম্ভীর মনে করেন সেরা দল চ্যাম্পিয়ন হবে, এমন গ্যারান্টি কোথাও নেই। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ যদি চ্যাম্পিয়ন হতে না পারে তাহলে সেটা যথেষ্ট দুঃখের হবে। পাশাপাশি বোলিং বিভাগে চাহাল, ভুবনেশ্বর, দীপক চাহার বড় ভূমিকা নিতে পারে মনে করেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Gautam Gambhir, India Vs pakistan