• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • GAUTAM GAMBHIR DOES NOT WANT JASPRIT BUMRAH IN SECOND TEST SPS

India vs England: দ্বিতীয় টেস্টে বুমরাহকে দলে চাইছেন না গম্ভীর! কিন্তু কেন?

Gautam Gambhir Doesn't Want Jasprit Bumrah in Second Test, Find Out Why

বুমরাহ আলাদা ভাবে নজর কেড়েছেন৷ দেশের এক নম্বর বোলার ৩৬ ওভার বল করে মাত্র ৮৪ রান দিয়েছেন৷ অথচ এই বুমরাহকেই দ্বিতীয় টেস্টে দলে চাইছেন না গৌতম গম্ভীর৷

 • Share this:

  #চেন্নাই: জো রুটের (Joe Root) ইংল্যান্ড চিপকে বিরাট কোহলির (Virat Kohli) দলের বোলারদের পুরো ১৯০ ওভার মাঠেই রেখেছিলেন৷ ৫৭৮ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়৷ সকল বোলারকেই উইকেটের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে৷ কিন্তু জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আর অশ্বিন (R Ashwin) দুর্দান্ত বল করেছেন৷ দু'জনেই পেয়েছেন তিন উইকেট করে৷

  বুমরাহ আলাদা ভাবে নজর কেড়েছেন৷ দেশের এক নম্বর বোলার ৩৬ ওভার বল করে মাত্র ৮৪ রান দিয়েছেন৷ অথচ এই বুমরাহকেই দ্বিতীয় টেস্টে দলে চাইছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)৷ কিন্তু কেন এমনটা চাইছেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওপেনার? গম্ভীর দলের ও বুমরাহর ভাল ভেবেই এমনটা চাইছেন৷

  গম্ভীর ক্রিকইনফোকে বলেন, "আমি নিশ্চিত নই আদৌ দ্বিতীয় টেস্টে বুমরাহকে দলে রাখা হবে কি না! আমার মনে হয় গোলাপি টেস্টের জন্য দল ওর কথা ভেবে ওকে বিশ্রাম দিক৷ বুমরাহ এই সিরিজের এক্স-ফ্যাক্টর৷ কোন পিচে খেলা হচ্ছে সেটা ওর জন্য কোনও বিষয়ই নয়৷"

  বিরাটদের জন্য গম্ভীরের আরও পরামর্শ রয়েছে বুমরাহকে নিয়ে৷ গম্ভীর বলেন, "বুমরাহকে টানা সেশন ধরে বল করানো উচিত নয়৷ ওকে ছোট ছোট করে তিন ওভার দেওয়া হোক ও দ্রুত উইকেট তুলে নেবে৷ কিন্তু লম্বা স্পেলে নয়৷ সিরিজ যত এগোবে, ওর গুরুত্ব তত বাড়বে৷ ওর যদি কিছু হয়ে যায়, তাহলে ভারত কিন্তু গুরুতর সমস্যায় পড়ে যাবে৷"

  চেন্নাই প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ২৫৭/৬ তুলেছে৷ ৩২১ রানে পিছিয়ে বিরাটরা৷ উইকেটে রয়েছেন দুই তামিল ক্রিকেটার- ওয়াশিংটন সুন্দর (৩৩) এবং অশ্বিন (৮)। নিজেদের ঘরের মাঠে ফলো অন বাঁচানোর লড়াইয়ে তাঁরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন সেটাই দেখার।

  Published by:Subhapam Saha
  First published: