Home /News /sports /
India vs England: দ্বিতীয় টেস্টে বুমরাহকে দলে চাইছেন না গম্ভীর! কিন্তু কেন?

India vs England: দ্বিতীয় টেস্টে বুমরাহকে দলে চাইছেন না গম্ভীর! কিন্তু কেন?

Gautam Gambhir Doesn't Want Jasprit Bumrah in Second Test, Find Out Why

Gautam Gambhir Doesn't Want Jasprit Bumrah in Second Test, Find Out Why

বুমরাহ আলাদা ভাবে নজর কেড়েছেন৷ দেশের এক নম্বর বোলার ৩৬ ওভার বল করে মাত্র ৮৪ রান দিয়েছেন৷ অথচ এই বুমরাহকেই দ্বিতীয় টেস্টে দলে চাইছেন না গৌতম গম্ভীর৷

 • Share this:

  #চেন্নাই: জো রুটের (Joe Root) ইংল্যান্ড চিপকে বিরাট কোহলির (Virat Kohli) দলের বোলারদের পুরো ১৯০ ওভার মাঠেই রেখেছিলেন৷ ৫৭৮ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়৷ সকল বোলারকেই উইকেটের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে৷ কিন্তু জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও আর অশ্বিন (R Ashwin) দুর্দান্ত বল করেছেন৷ দু'জনেই পেয়েছেন তিন উইকেট করে৷

  বুমরাহ আলাদা ভাবে নজর কেড়েছেন৷ দেশের এক নম্বর বোলার ৩৬ ওভার বল করে মাত্র ৮৪ রান দিয়েছেন৷ অথচ এই বুমরাহকেই দ্বিতীয় টেস্টে দলে চাইছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)৷ কিন্তু কেন এমনটা চাইছেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওপেনার? গম্ভীর দলের ও বুমরাহর ভাল ভেবেই এমনটা চাইছেন৷

  গম্ভীর ক্রিকইনফোকে বলেন, "আমি নিশ্চিত নই আদৌ দ্বিতীয় টেস্টে বুমরাহকে দলে রাখা হবে কি না! আমার মনে হয় গোলাপি টেস্টের জন্য দল ওর কথা ভেবে ওকে বিশ্রাম দিক৷ বুমরাহ এই সিরিজের এক্স-ফ্যাক্টর৷ কোন পিচে খেলা হচ্ছে সেটা ওর জন্য কোনও বিষয়ই নয়৷"

  বিরাটদের জন্য গম্ভীরের আরও পরামর্শ রয়েছে বুমরাহকে নিয়ে৷ গম্ভীর বলেন, "বুমরাহকে টানা সেশন ধরে বল করানো উচিত নয়৷ ওকে ছোট ছোট করে তিন ওভার দেওয়া হোক ও দ্রুত উইকেট তুলে নেবে৷ কিন্তু লম্বা স্পেলে নয়৷ সিরিজ যত এগোবে, ওর গুরুত্ব তত বাড়বে৷ ওর যদি কিছু হয়ে যায়, তাহলে ভারত কিন্তু গুরুতর সমস্যায় পড়ে যাবে৷"

  চেন্নাই প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত ২৫৭/৬ তুলেছে৷ ৩২১ রানে পিছিয়ে বিরাটরা৷ উইকেটে রয়েছেন দুই তামিল ক্রিকেটার- ওয়াশিংটন সুন্দর (৩৩) এবং অশ্বিন (৮)। নিজেদের ঘরের মাঠে ফলো অন বাঁচানোর লড়াইয়ে তাঁরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন সেটাই দেখার।

  Published by:Subhapam Saha
  First published:

  Tags: Gautam Gambhir, India vs england, Jasprit Bumrah

  পরবর্তী খবর