#নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর নিজেদের ঘরের মাঠে ক্যাঙারু বাহিনীর কাছে যে এমন বিপর্যয়ের সম্মুখীন হতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ভারতীয় দলের ক্রিকেটারদের থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা প্রত্যেকেই ৷ স্বাভাবিকভাবেই বিশ্বকাপের জন্য ভারতীয় দল কতটা প্রস্তুত, সেই নিয়েই এখন প্রশ্ন উঠছে ৷
টি টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজও হার হজম ৷ ভারতের বিশ্বকাপ স্কোয়াড কী হবে তা নিয়েও বাড়ছে জল্পনা। বিশ্বকাপের প্রথম এগারোর স্কোয়াড মোটামুটি তৈরি, অধিনায়ক কোহলির এই কথার সঙ্গে একেবারেই সম্মত নন গৌতম গম্ভীর ৷ তাঁর মতে, “ আইপিএল শুরু হবে। তার পরেই আবার বিশ্বকাপ ৷ তবে ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে আমার সংশয় রয়েছে ৷ ব্যাটিং গভীরতা নিয়ে সমস্যা রয়েছে ৷ কিন্তু এই দল নির্ভরতা দিচ্ছে না ৷ এমনকী, ধোনি দলে ফিরলেও ব্যাটিং গভীরতা কতটা বাড়বে, তা নিয়ে সংশয় রয়েছে ৷ ব্যক্তিগতভাবে আমি মনে করি, লোকেশ রাহুলকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে রাখা প্রয়োজন ৷ কারণ ও একজন ভাল ব্যাটসম্যানও ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।