• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ফাইনালে মিতালিদেরই এগিয়ে রাখছেন সৌরভ

ফাইনালে মিতালিদেরই এগিয়ে রাখছেন সৌরভ

হরমনপ্রীতের ইনিংস নিয়ে মহারাজ জানান, ‘‘ আমি হরমনপ্রীতের ইনিংস দেখেছি বৃহস্পতিবার।এককথায় অসাধারণ।’’

হরমনপ্রীতের ইনিংস নিয়ে মহারাজ জানান, ‘‘ আমি হরমনপ্রীতের ইনিংস দেখেছি বৃহস্পতিবার।এককথায় অসাধারণ।’’

হরমনপ্রীতের ইনিংস নিয়ে মহারাজ জানান, ‘‘ আমি হরমনপ্রীতের ইনিংস দেখেছি বৃহস্পতিবার।এককথায় অসাধারণ।’’

 • Share this:

  #কলকাতা: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই লর্ডসে কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়দের দলের পর আরও একটা বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া ৷ এবার অবশ্য ভারতের মেয়েরা ৷ ২০০৫ সালে ফাইনালে উঠে হারতে হয়েছিল, এবার লর্ডসের ব্যালকনিতে মিতালিদের হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য মুখিয়ে রয়েছেন গোটা দেশবাসী ৷

  গোটা টুর্নামেন্ট জুড়েই এবার দুর্দান্ত খেলেছেন ভারতের মেয়েরা ৷ কখনও স্মৃতি মন্দনা, কখনও একতা বিস্ত, আবার কখনও অধিনায়ক মিতালি রাজ দলের পরিত্রাতার ভূমিকায় দেখা দিয়েছেন ৷ কিন্তু সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ব্যাটিংটা করেছেন হরমনপ্রীত কউর, তাতে মুগ্ধ সকলেই ৷ সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ হরমনপ্রীতের ইনিংস নিয়ে মহারাজ জানান, ‘‘ আমি হরমনপ্রীতের ইনিংস দেখেছি বৃহস্পতিবার।এককথায় অসাধারণ। রবিবার ওরা ইংল্যান্ডকে হারিয়ে দেবে।’’

  শুক্রবার সিএবিতে ছিল ফিন্যান্স কমিটির বৈঠক ৷ বৈঠকের পর  প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘এই বছর আমরা অনেকটাই লাভ করেছি। যেটা ১০ কোটিরও বেশি। গতবারের তুলনায় বেড়েছে মুনাফা। শুক্রবার ফিন্যান্স কমিটির বৈঠকে পাশ হয় আয়-ব্যায়ের হিসেব। তবে বোর্ডের টাকা এখনও বকেয়া। নিউজিল্যান্ড সিরিজ এবং আইপিএলের টাকা পেলেও ইংল্যান্ড ম্যাচের টাকা মেলেনি। ২৭ জুলাই কর্মসমিতিতে পেশ হবে ফিন্যান্স রিপোর্ট। গত বছর থেকে এজিএম না হওয়ায় সেই রিপোর্ট পাশ হয়নি। সূত্রের খবর, মাত্রাধিক গাড়ির বিল নিয়ে আলোচনা হয়েছে সভায়।

  First published: