#দোহা: পরপর দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে কাতার বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। অন্যদিকে এক ম্যাচে হার ও একটি ড্র নিয়ে বিশ্বকাপের ডি গ্রুপের তলানিতে রয়েছে তিউনিশিয়া। ফ্রান্সের জন্য আজকের এই ম্যাচ নিয়মরক্ষার। তবে এই ম্যাচটি তিউনিশিয়ার জন্য বাঁচা-মরার লড়াই।
এবারের বিশ্বকাপে এখনও গোলের দেখা পায়নি আফ্রিকার দলটি। গত শনিবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় রয়েছে তিউনিশিয়া। প্রথম ম্যাচে ডেনমার্ককে রুখে দিয়ে এক পয়েন্ট অর্জন করেছিল তারা। তবে এখনও জয় অধরা।
আরও পড়ুন- আর্জেন্টিনার কোচ ব্রাজিলের সমর্থক! এটা কী বলে ফেললেন মেসিদের হেডস্যর স্কালোনি!
জালেল কাদরির দল আজ ফ্রান্সকে চমকে তিন পয়েন্ট অর্জনও করবে। এমন কথা কল্পনা করা কঠিন। তবুও খেলায় তো সবই হতে পারে। আর্জেন্টিনাকেও হারিয়ে সৌদি আরব সারা বিশ্বকে চমকে দিয়েছিল। আজ অবশ্য ড্র করলে তিউনিশিয়ার নকআউট পর্ব নিশ্চিত হবে না। জিততে হবে। কারণ অন্য ম্যাচে ডেনমার্ককে হারাতে পারলে অস্ট্রেলিয়ার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়া-ডেনমার্কের ম্যাচটি ড্র হলে তিউনিশিয়ার জন্য দরজা খুলে যাবে।
এবারের বিশ্বকাপে মেক্সিকোর মতো তারাও দ্বিতীয় দল হিসেবে বিপক্ষের জালে এখনও বল জড়াতে পারেনি তিউনিশিয়া। তবে এর আগে বিশ্বকাপের কোনো আসরে গোল না দিয়ে বাড়ি ফিরতে হয়নি ঈগলসদের।
আরও পড়ুন- গোলটা কি রোনাল্ডোর? বল তাঁর মাথা ছুঁয়েছিল? জানিয়ে দিল বিশ্বকাপের বল প্রস্তুতকারক সংস্থা
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্কের বিরুদ্ধে দারুণ জয় তুলে নিয়েছিল ফ্রান্স। সেদিনই তাদের নক আউট পর্ব নিশ্চিত হয়ে যায়। গ্রুপ শীর্ষে থাকতে দিদিয়ের দেশঁর দলের এখন শেষ ম্যাচে এক পয়েন্ট হলেই চলবে। তবুও ফ্রান্স চাইবে জিতে গ্রুপ পর্ব শেষ করতে। কারণ আজ জিততে পারলে ইতালির সঙ্গে সাত ম্যাচ জয়ের দ্বিতীয় সেরা রেকর্ড স্পর্শ করবে ফ্রান্স। উল্লেখ্য, ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত ব্রাজিল টানা ১১ ম্যাচে জয়ী হয়ে এখনও শীর্ষ স্থানটি ধরে রেখেছে।