Home /News /sports /
বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা

বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা

বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা

বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলেছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা

প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ফের একবার হতে চলেছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি৷ বিনা প্রতিদ্ধন্দ্বিতায় ক্ষমতায় আসতে চলেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও কংগ্রেসের সিনিয়র নেতা৷

 • Share this:

  #মুম্বই: প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা ফের একবার হতে চলেছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি৷ বিনা প্রতিদ্ধন্দ্বিতায় ক্ষমতায় আসতে চলেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও কংগ্রেসের সিনিয়র নেতা৷ এন শ্রীনিবাসন বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন রাজীব ছিলেন সহ-সভাপতি৷ পুণরায় সেই পদে দেখা যাবে পোড় খাওয়া ক্রীড়া প্রশাসককে৷

  বোর্ডের কাছে শুক্লার নাম প্রস্তাবিত করেছেন ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি ও উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব মহিম বর্মা৷ গতবছর এপ্রিল মাসে বোর্ডের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মহিম৷ বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী একই ব্যক্তি এক সঙ্গে দু'টি পদের দায়িত্বে থাকতে পারেন না৷ মহিম উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব হওয়ায় বোর্ডের দায়িত্ব ছাড়তে বাধ্য হন৷ তারপর থেকে সহ-সভাপতির পদটা ফাঁকাই ছিল৷ এই পদের জন্য শুক্লা ছাড়া আর কারোর নাম মনোনীত না-হওয়াতেই বিনা প্রতিদ্ধন্দ্বিতায় দায়িত্বে আসছেন তিনি৷

  অন্যদিকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ও খাইরুল জামাল মজুমদার গর্ভনিং কাউন্সিলের সদস্য হিসাবে পুণরায় নির্বাচিত হয়েছেন৷ আগামী ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে৷ সেদিনই শুক্লার নাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডেপুটি হিসাবে অনুমোদিত হবে৷ শুক্লাকে বাধ্যতামূলক কুলিং-অফ পিরিয়ডে যেতে হবে না৷ কারণ আইপিএলের কোনও পদাধিকারীকে বিসিসিআই তাদের পদাধিকারী হিসাবে গণ্য করে না৷

  চলতি মাসের শুরুর দিকেই জানা গিয়েছিল যে, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ জানুয়ারি পর্যন্ত তাঁদের পদে বহাল থাকছেন৷ বোর্ডের সংবিধান সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির পরেই সৌরভ-জয়ের পরবর্তী রূপরেখা ঠিক হবে৷

  Published by:Subhapam Saha
  First published:

  Tags: BCCI, IPL

  পরবর্তী খবর